এবার সুখবর এলো, বাবা হতে যাচ্ছেন ক্রিকেটার আশরাফুল..!
ভৈরবের মেয়ে অনিকা তাসলিমা অর্চির সঙ্গে এ বছর জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এবার সুখবর এলো, তিনি বাবা হতে চলছেন। আশরাফুলের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে অক্টোবের আশরাফুল-অর্চির সন্তানের পৃথিবীর আলো দেখার কথা রয়েছে।
আশরাফুলের স্ত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্রী। দুই ভাইবোনের মধ্যে বড় অর্চি। তাঁর বাবা পেশায় ব্যবসায়ী।
বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ আশরাফুল। ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ হন তিনি। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৪ সালের জুনে তাঁকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়। শাস্তি কার্যকারিতা অবশ্য শুরু হয়েছে ২০১৩ সাল থেকে।
পরে শাস্তি কমিয়েছে বিসিবি। ২০১৮ সালের মে মাস পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে আশরাফুলকে। এই সময়ের মধ্যে তিনি আইসিসি ও বিসিবির শিক্ষা ও পুনর্বাসন কর্মসূচিতে অংশগ্রহণ করলে শেষ তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। চলতি বছর আগস্টে তাঁর নিষেধাজ্ঞা উঠে যাবে।
২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হৈ চৈ ফেলে দিয়েছিলেন আশরাফুল। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে অভিষেক টেস্টে সবচেয়ে কম বয়সে শতকের রেকর্ড গড়েছিলেন তিনি। ৬১ টেস্ট খেলে আশরাফুলের সংগ্রহ ২৭৩৭ রান। এর মধ্যে রয়েছে ছয়টি শতক ও আটটি অর্ধশতক। আর ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান ৩৪৬৮। এর মধ্যে রয়েছে তিনটি শতক ও ২০টি অর্ধশতক।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন