বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার সূর্যের আলোতেই‍ সরে যাবে জানালার পর্দা

ভোরের স্নিগ্ধ আলো বা সকালের মিষ্টি রোদে ঘুম ভাঙ‍ার অনুভূতিটাই অন্যরকম। কিন্তু জানাল‍ার পর্দা টেনে দেওয়ায় বর্তমান শহুর জীবনে এ স্বাদ নেই বললেই চলে। তবে এমন একটি পর্দা যদি থাকতো যা ভোরের আলো এলে স্বয়ংক্রিয়ভাবেই জানালা থেকে সরে যায়, তাহলে শহুরেদের দিন শুরু হতো একটি সুখকর অনুভূতি দিয়েই।

তবে বিষয়টি অচিরেই সত্যি হতে চলেছে। এমনটি একটি পর্দা বানানো হয়েছে যা দরজা বা জানালায় লাগানো যাবে। এটি স‍ূর্যের আলো পেলেই স্বয়ক্রিয়ভাবে সরে যাবে একদিকে। আর বাইরের দিকে থেকে যদি আলো খুব কম হয়, তবে জ্বালিয়ে দেবে এর সঙ্গে যুক্ত থাকা লাইট।

এদিকে বিশেষায়িত এই পর্দাটি কেবল স্বয়ংক্রিয়ভাবে সরেই যাবে না, এটি দূর থেকেও মোবাইলে নিয়ন্ত্রণ করা যাবে। ফলে ঘরে বা অফিসের পর্দা নামানো-উঠানোর জন্য এখন আর কায়িকশ্রম দেওয়ার দরকার পড়বেনা।

জাদুর এই পর্দাটির খোঁজ পাওয়া গেছে বনানী মাঠে আয়োজিত ডিজিটাল মেলা ও ইন্টারনেট উইকে। এটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এপলম্বটেক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ যৌথভাবে প্রস্তুত করেছে।

এপলম্বটেক এর সিনিয়র এক্সিকিউটিভ দিবারুল আলম বলেন, এই পর্দাটি বাসা-বাড়ি এবং অফিসের কথা চিন্তা করেই প্রস্তুত করা হয়েছে। যা দরজা-জানালায় লাগানো যাবে। আমরা এর নাম দিয়েছি ‘হোম অটোমেশন’। এটি যেমন সূর্যের আলো পেলেই জানালা-দরজা থেকে সরে যাবে, তেমনি দূর থেকে মোবাইলের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যাবে। এর দাম পড়বে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা। তবে এটি এখনো বাজারজাত করা হয়নি। আগামী অক্টোবর মাসে বাজারজাত করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া স্মার্ট মিটার, স্মার্ট ওয়াটার পাম্প কন্ট্রোলার, স্মার্ট সুইচ এবং ম্যাজিক লাইটের মতো প্রযুক্তি পণ্যও মেলায় এনেছে এপলম্বটেক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

দিবারুল আলম বলেন, স্মার্ট মিটারটির মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বা মোবাইলেই সর্বশেষ বিদ্যুৎ খরচের আপডেট জানা যাবে। স্মার্ট সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে ঘরের লাইট। এছাড়া স্মার্ট ওয়াটার পাম্প কন্ট্রোলারটি ট্যাংকি পানিতে ভরে গেলে স্বয়ংক্রিয়ভাবেই পাম্প বন্ধ করে দেবে।

এদিকে ম্যাজিক লাইটটি মানুষের ছায়া পেলেই জ্বলে উঠবে আবার মানুষ চলে গেলেই নিভে যাবে। বর্তমানে আইসিটি মন্ত্রণালয়ের সিঁড়িতে এই লাইট পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে। আগামী অক্টোবরেই এর বাজারজাত হওয়ার কথা রয়েছে। যার দাম পড়বে ১ হাজার ২০০ টাকা, সঙ্গে থাকবে দুই বছরের ওয়ারেন্টি।

গ্রামীণফোন, বেসিস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ আয়োজনে শনিবার (০৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে চলছে ডিজিটাল মেলা ও ইন্টারনেট উইক। বনানী পূজো মাঠেও এ আয়োজন করা হয়েছে। যা সোমবার শেষ হবে। এতে ৫২টি প্রতিষ্ঠান তাদের অনলাইন সেবা নিয়ে মেলায় স্টল নিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!