সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার স্কুল শিক্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষা অফিসার

রাজবাড়ীর গোয়ালন্দের উজান চর ইউনিয়ন এলাকার সামসুদ্দিন মাতবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করেছেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার-১ কাজী সানোয়ার হোসেন। আহত প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেলে।

গোয়ালন্দ উপজেলা শিক্ষাঅফিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান শিক্ষক বেলায়েত হোসেন স্কুল সংক্রান্ত বিষয়ে কথা বলতে সহকারি শিক্ষা অফিসার-১ কাজী সানোয়ার হোসেনের বাসায় যান। উপজেলা সহকারি শিক্ষা অফিসার-২ মো. শাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বাবর আলী এ সময় ওই প্রধান শিক্ষকের সঙ্গে ছিলেন।

তারা বাসার ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে উপজেলা সহকারি শিক্ষা অফিসার-১ কাজী সানোয়ার হোসেন সহকারি শিক্ষা অফিসার-২ শাহিদুল ইসলামের উপর ক্ষুব্ধ হন। এতে দুই অফিসারের মধ্যে বাক-বিতণ্ডা হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে সহকারি শিক্ষা অফিসার-১ কাজী সানোয়ার হোসেন অকথ্য ভাষায় গালাগাল করে সহকারি শিক্ষা অফিসার-২ শাহিদুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়ে তাদেরকে বাসা থেকে দ্রুত বের হয়ে যেতে বলেন।

এ সময় অবস্থা বেগতিক দেখে প্রধান শিক্ষক বেলায়েত হোসেন অফিসার-১ কাজী সানোয়ার হোসেনকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘স্যার আপনারা দুজনই অফিসার। এমন আচরণ করা আপনাদের ঠিক হচ্ছে না। ‘ এ কথায় সহকারি শিক্ষা অফিসার-১ কাজী সানোয়ার হোসেন প্রধান শিক্ষক বেলায়েত হোসেনের উপর ক্ষিপ্ত হন এবং সঙ্গে সঙ্গে তিনি ওই প্রধান শিক্ষকের মুখোমণ্ডলে একাধিক ঘুষি মারেন।

পরে ওই প্রধান শিক্ষকে তিনি কাঠের বাটাম দিয়ে এলোপাথারি ভাবে পেটান। এতে প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মারাত্মক ভাবে আহত হলে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে সহকারি শিক্ষা অফিসার-১ কাজী সানোয়ার হোসেন কর্তৃক একজন প্রধান শিক্ষককে এভাবে পিটিয়ে আহত করার ঘটনা দ্রুত জানাজানি হলে উপজেলা এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মনে ক্ষোভের সৃষ্টি হয়। এবং তারা একটি বিক্ষোভ মিছিল করেন।

পরে বিক্ষোভ মিছিল শেষে বিকেল সাড়ে ৪টায় বিক্ষুব্ধ শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় ঘেরাও করেন। এ সময় ঘটনার প্রতিবাদ ও সহকারি শিক্ষা অফিসার-১ কাজী সানোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক বক্তব্য রাখেন।

এদিকে উপজেলা সহকারি শিক্ষা অফিসার-২ মো. শাহিদুল ইসলাম বলেন, সহকারি শিক্ষা অফিসার-১ কাজী সানোয়ার হোসেন আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। তাই ঘটনার পরপর বিষয়টি আমি লিখিত ভাবে উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করেছি। আহত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, আমিতো কোন অন্যায় করিনি। তবে কোন কারণে এবং কেন ওই অফিসার আমাকে বাটাম দিয়ে পেটাল? আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন সহকারি শিক্ষা অফিসারের হাতে একজন প্রধান শিক্ষক শারীরিক ভাবে লাঞ্চিত হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা সহকারি শিক্ষা অফিসার-১ কাজী সানোয়ার হোসেনের মোবাইলফোনে অনেক চেষ্টা করা হলেও তিনি ফোনকল গ্রহণ করেননি। কালের কণ্ঠ

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ