এবার হজে মারা গেছেন ৬৩ বাংলাদেশি

এ বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ৬৩ বাংলাদেশি মারা গেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
বুলেটিনের তথ্যানুযায়ী হজে গিয়ে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ৪৭ জন পুরুষ ও ১৬ জন মহিলা মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে মক্কায় ৪৯, মদিনায় ৮, জেদ্দায় এক ও মিনায় ৫ জন মারা যান।
গত ১১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ছিল এক লাখ এক হাজার ৭৫৮ জন। বেসরকারিভাবে এবার ৪৮৩টি এজেন্সির মাধ্যমে হজে যান বাংলাদেশিরা।
সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর শরীয়তপুরের মো. ইউনুস সরদার (৭২) পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর- বি কে ০৪৪৭৯৯৭।
বুলেটিনে আরও জানানো হয়েছে সৌদি আরবে হাসপাতালে ২৩ জন হজযাত্রীকে ভর্তি করা হয়েছে।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ৪ আগস্ট শুরু হয়ে তা শেষ হয় ৬ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়েছে, ফিরতি ফ্লাইট শেষ হবে ১৭ অক্টোবর।
হজ শেষে ২৪ হাজার ৯৪৬ জন হাজি দেশে ফিরেছেন (২৩ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত) বলেও বুলেটিনে জানানো হয়েছে।
যারা মারা গেছেন তারা হলেন- মো. জামির আলী ভূইয়া (৭০), সখিনা খাতুন (৭৫), এস এম আবদুল মান্নান (৭০), এস এম ফাইজ উদ্দিন (৫৯), মো. আবদুল মান্নান (৬২), মো. বাচ্চু মিয়া (৫৬), মো. ইউনুস সরদার (৭৩), আবদুল মালেক (৫৬), মো. নুরুল ইসলাম (৬০), মমতাজ বেগম (৫২), ফুল মিয়া (৭৫), রাবেয়া খাতুন (৫১), রুবিয়া খাতুন (৫৪), মো. শামসুর রহমান (৭৫), আব্দুস সাত্তার (৮৪), নিলুফা বেগম (৫৬), মো. ইব্রাহিম খান (৭১), আব্দুল মান্নান (৫৭), মোতাহার হোসেন (৭০), মো. হাবিবুর রহমান (৭২), আব্দুল মান্নান (৬২), মো. কাওসার আলী (৭৪), মো. খায়রুল আনাম (৬৩), মো. শামসুল হক মন্ডল (৭৯), মো. হাবিবুর রহমান (৬৫)।
এছাড়া মো. মোশাররফ হোসেন (৬১), মো. হামিদুর রহমান (৭৪), গোলাম রব্বানী সিনহা (৬২), গুলশান আরা বেগম (৪৯), রাজিয়া সুলতানা (৪৪), সাইদুর রহমান (৭৭), মো. আমিন আলী (৭০), মোহাম্মদ উল্লাহ পাটোয়ারি (৬৫), আবু বকর সিদ্দিক (৫৯), আকরিজ উল্লাহ (৭৫), মো. আনুদ্দিন মোল্লা (৭৯), তাহিরা খানম (৬০), মকবুল হোসাইন (৬৭), রেজাউল হক (৫৩), ওবায়দুল হক (৭৮), আলী আহমদ সিকদার (৬৬), মো. আলাউদ্দিন ফকির (৬৬), রমিসা বেগম (৫৭), নূরচাঁদ মিয়া (৫৬), নাসির আহমেদ (৬৪), ইসমাইল (৬২), মো. হাবিব উল্লা্হ (৮৪), মো. জামির উদ্দিন (৭৪) মৃত্যুবরণ করেন।
তালিকায় আরও রয়েছেন-মো. আবু তাহের (৮৭), রাশেদা বেগম (৪৮), সুফিয়া খাতুন (৬২), মো. ইসমাইল হোসেন (৭২), সিরাজুম মুনিরা লাভলী (৫১), এস এম মোফাজ্জল হোসাইন (৬৬), মো. ওয়াকিল উদ্দিন (৬৭), হাবিবা ফেরদৌসী রিক্তা (৪১), জমিলা আক্তার (৭৯), মরিয়ম বেগম (৫১), আবুল হাশেম (৭৯), মো. নুরুজ্জামান কাশেমী (৫৯), জোহরা খাতুন (৬১), রায়হান উদ্দিন (৭৩) ও হেলাল উদ্দিন আহমেদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন