এবার ‘হানি ট্র্যাপে’ ফাঁসলেন এই সাংসদ

হানি ট্র্যাপে ফাঁসলেন বিজেপি সাংসদ কে সি প্যাটেল৷ এই সাংসদ দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানান, একটি গ্যাং তাঁকে ‘হানি ট্র্যাপ’ করেছে৷ এই গ্যাংটি চালায় এক মহিলা৷ তিনি জানান তাঁকে গাজিয়াবাদে নিয়ে গিয়ে তাঁর অশ্লীল সিডি তৈরি করে এখন তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছে৷ তাঁর কাছ থেকে ৫কোটি টাকা দাবি করা হয়েছে ওই গ্যাংয়ের পক্ষ থেকে৷
সূত্রের খবর, সাংসদের অভিযোগের ভিত্তিতে নর্থ অ্যাভিনিউ থানাতে মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে৷ দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, একটি টিম গঠন করা হয়েছে যারা এই গ্যাংটিকে ধরার প্রচেষ্টায়৷ জানা যায়, শুধু এই সাংসদই নন, এর আগে আরও বেশ কয়েকজনকে ট্র্যাপ করেছিল এই গ্যাংটি৷
গ্যাংটির দাবি মতো টাকা না দিলে ওই সাংসদের অশ্লীল ভিডিওটি যে প্রকাশ করে দেওয়া হবে এমন হুমকিও দেওয়া হয় তাদের পক্ষ থেকে৷ শুধু তাই নয় তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করবে বলেও শাসানো হয় তাকে৷ ওই সাংসদ জানান, এক মহিলা তাঁর কাছে সাহায্য চেয়ে তাঁকে গাজিয়াবাদের একটি বাড়িতে নিয়ে গিয়ে ঠাণ্ডা পানীয় খাওয়ান, যার মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল৷ জ্ঞান ফেরার পর সাংসদ বুঝতে পারেন তাঁকে কোনওকিছুতে ফাঁসানো হয়েছে৷
সূএ: কলকাতা
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন