এবার হাসপাতালে কাজ করবে রোবট
কর্মক্ষেত্রে যেন রোবটের রাজত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রোবট প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে একে দৈনন্দিন কাজে ব্যবহারও করা হচ্ছে। উন্নত বিশ্বে বাড়ি-ঘর, অফিস, দোকানপাটে রোবটের ব্যবহার বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায় এবার বেলজিয়ামের দুটি হাসপাতালে চাকরি পাচ্ছে রোবটক। ‘পিপার’ ক্যাটাগরির রোবট হাসপাতালের আসা মানুষের আবেগ বোঝার পাশাপাশি তাদের কথাও বুঝতে পারবে।
প্রাথমিকভাবে বেলজিয়ামের লিজ শহরের সিএইচআর কিটাডল হাসপাতলে অভ্যর্থনায় কাজ করবে ‘পিপার’ রোবট। আরেক হাসপাতাল, অসটেন্ড এজেড ড্যামিয়েনে দর্শনার্থীদের সঠিক বিভাগটি খুঁজে পেতে সাহায্য করবে এটি। হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে, আগামী ১০ বছরে আরও বেশি সংখ্যক রোবটকে তারা স্টাফ হিসেবে নিয়োগ করতে চায়। এদিকে, ‘পিপার’ রোবটটি তৈরি করেছে জাপানের বহুজাতিক টেলিযোগাযোগ ও ইন্টারনেট কর্পোরেশন ’সফটব্যাংক।’ এক্ষেত্রে তারা ফরাসি রোবটিক প্রতিষ্ঠান আলদেবারানের সহায়তা নিয়েছে।
এই ধরনের প্রতিটি রোবটের দাম পড়বে ৩৪ হাজার মার্কিন ডলার। ১.২ মিটার বা ৪ ফুট উচ্চতার রোবটটি মানুষের ২০টি ভাষা বুঝতে পারবে। একই সঙ্গে শনাক্ত করতে পারবে নারী, পুরুষ ও শিশুদের। পিপার রোবট একসঙ্গে বাড়িতে ও কর্মক্ষেত্রে কাজ করতে পারবে কিনা এমন প্রশ্নে রোবট বিশেষজ্ঞ নীল শারকি বলেন, এ রোবট মানুষের আচর আচরণসহ তাদের আবেগ অনুভুতি বুঝতে পারবে। এছাড়া এগুলো ব্যায়ামে সহায়তাসহ শিশুদের সার্জারিতে ভয় কাটিয়ে তুলতেও সাহায্য করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন