এবার হেলিকপ্টারে বিয়ে করতে পারবেন আপনিও!
কখনও পালকি, কখনও গরুর গাড়ি, কখনও বা গাড়ি এসব যানে চড়েই বধু তার বরের বাড়ি যায়। বরও আসে ঘোড়ায় চড়ে নয়ত গাড়িতে করে। এরকম বিয়ে আমরা সচরাচর দেখতে পাই।
খুব কম সংখ্যক বিয়েতে এবং ধনী ব্যক্তিদের বিয়েতে একটু ভিন্নতার ছোঁয়া লাগানোর জন্য তারা অনেক উপায় খুঁজে বের করেন। অনেকে আজকাল হেলিকপ্টারে করে নিজের বিয়ের সাধ মেটায়। আপনারও যদি এরকম কোন ইচ্ছা থাকে তাহলে এবার আপনিও সেই ব্যবস্থা করতে পারেন।
এবার, বড়দিনের আসরে ড্রুম নামের একটি অনলাইন পোর্টাল এই সেবা প্রদানের কাজে নিয়জিত হয়েছেন। তারা বড়দিনে অনলাইনের মাধ্যমে বুকিং নিয়ে হেলিকপ্টার ভাড়া দিয়েছেন। প্রতি একজন মানুষের জন্য খরচ পড়েছে ২,৫০০ রুপি।
আপাতত এই সুবিধা ভারতবাসীকে দেয়া হচ্ছে। ড্রুম ডট কমের প্রতিষ্ঠাতা জানান, অতীতে এই সুবিধা মাত্র কয়েকজন মানুষের জন্য বরাদ্দকৃত ছিল। এখন, সমাজের সকলে যেন এই সুবিধা ভোগ করতে পারে এর জন্য বেঙ্গালুরু, মুম্বাই এবং পুনেতে এর সুব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রতি ৩০ মিনিটে পাঁচজন মানুষ একত্রে ভ্রমণ করতে পারবেন।
আমাদের দেশেও এই ব্যবস্থা অনেক আগে থেকে রয়েছে। পুরানো বিমানবন্দরে যেয়ে আলাপ করলে আপনিও হেলিকপ্টারে উঠার স্বাদ মেটাতে পারবেন। এতে আপনার প্রতি ঘণ্টায় ব্যয় হবে ১৫,০০০ টাকা।–সূত্র: ইন্ডিয়া টুডে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন