এমন অসভ্যতা কেন ধোনির ?
বিশ্ব ক্রিকেটে ‘ক্যাপ্টেন কুল’ খ্যাঁত ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে হঠাৎ হট মেজাজে দেখল ক্রিকেট বিশ্ব। কিন্তু আসলে এই কি হয়েছিল এই ২৫তম ওভারের দ্বিতীয় বলে তা নিয়ে দেখা দিয়েছে নানান গুঞ্জন, আর এই গুঞ্জন থেকে বিশ্ব মিডিয়াতে ধোনিকে দোষারোপ করে প্রকাশিত হচ্ছে নানান সংবাদ।
বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ওয়ানডের দ্বিতীয় ইনিংসের ২৫তম ওভারের দ্বিতীয় বলে রান নিতে ছুটে যান ভারতীয় অধিনায়ক। আর এই রান নিতে মুস্তাফিজুর রহমানকে দেখেশুনে সজোরে আঘাত করে বসেন তিনি, যদিও অনেক জায়গা ছিল ধোনির রান নেওয়ার জন্য। কিন্তু তা না করে ধোনি মুস্তাফিজকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেন পিচের উপর। আর তাতেই আহত হয়ে মাঠের বাইরে গিয়ে ট্রিটমেন্টের নিতে হয় এই অভিষিক্ত পেসারকে।
আর এই খবর মুহুর্তেই ছড়িয়ে পরে বিশ্ব মিডিয়ায়। পরে নাসিরের ওভারে অবশ্য মুস্তাফিজকে ধোনির ধাক্কা দেওয়ার দৃশ্যটি বারবার দেখানো হচ্ছিলো। এই ব্যাপারে টাইমস অব ইন্ডিয়াতে বলা হয়েছে, ‘এ ঘটনাটি বাংলাদেশি সমর্থকসহ ধোনির সকল সমর্থকদের মধ্যে ঘৃণা তালিকায় টপ লিস্টে যুক্ত হলেন ভারতীয় অধিনায়ক’।
তবে ধাক্কা দেওয়ার ঘটনা ক্রিকেটে যে নতুন তা নয়। কিন্তু ধাক্কা দিয়ে যে একেবারে আহত করা, তা ক্রিকেটে খুব কমই নজির আছে। এই কারণে আবার নিষিদ্ধ হয়েছেন অনেক ক্রিকেটার। আবার সেই ঘটনা ঘটেছে কিনা এই ভারত দলের সাথেই। ঠিক এভাবেই শেন ওয়াটসন কে আঘাত করেছিলেন বীরেন্দ্রর শেওয়াগ। পরের দিন সব মিডিয়াতে হাজার বার হলে ও দেখানো হয়েছিল । আর বিনিময়ে শেওয়াগকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
ব্যাপারটা পরে ধোনিকে জিজ্ঞাসা করলে এই ‘ক্যাপ্টেন কুল’ ব্যাখ্যা করলেন এভাবে, আমি চেয়েছিলাম সবচেয়ে কম দূরত্বের পথটা নিতে। বেশির ভাগ সময় দেখা যায় এসব ক্ষেত্রে ঘুরে যেতে গিয়ে ব্যাটসম্যানই আউট হয়। সেই ঝুঁকিটা তো নিতে পারি না’। এই ব্যাপারে মুস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসা করলে ভারতীয় অধিনায়কের প্রতি দয়ালু হয়ে এই পেসার বলেন, ‘আমি ভুল পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলাম, ভুলটা আমারই। আমার উচিত ছিল এই ব্যাপারে সতর্ক হওয়া’।
তবে ব্যাপারটা এই অভিষিক্ত পেসার মেনে নিলেও ক্রিকেটীয় শিষ্টাচার বহির্ভূত বিষয়টি যেমন কোটি ক্রিকেটমোদীদের নজরে এসেছে, তেমনি দেরিতে হলেও ম্যাচ রেফারি এন্ড্রি পাইক্রফটের নজরে এসেছে। তাইতো শুক্রবার শুনানির জন্য ধোনিকে তলব করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন