‘এমন একটা গ্রুপে পড়েছি, সবাই এসেছে চ্যাম্পিয়ন হতে’
মন্তব্যটি বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। ভারতের বিপক্ষে ম্যাচে ক্ষত শুকায়নি এখনো। এক রানের আক্ষেপ নিয়ে কথা বলার এক পর্যায়েই এ কথা বলেন সফল এই অধিনায়ক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তুলনামূলক কম শক্তিশালী দল নিয়ে দারুণ লড়াইয়ের পর ভারতের বিপক্ষে ‘নাটকীয়’ হার। ভোগাচ্ছে দলের সদস্যদেরও। মাশরাফি জানালেন, ম্যাচটি যদি আরো আগে কিংবা ৭-৮ রানেও হারতো বাংলাদেশ, এতোটা আক্ষেপ হতো না।
তারপরেও পরবর্তী ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে লাল-সবুজ জার্সিধারীদের। সেটাও সহজ নয়। শীর্ষ এক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘জিতুন বা হারুন, পরের ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিতে হয়। আমরা এমন একটা গ্রুপে পড়েছি, সবাই এসেছে চ্যাম্পিয়ন হতে। তুলনামূলক দুর্বল হিসেবে ধরা হচ্ছিল নিউজিল্যান্ডকে। ওরা ভারত-অস্ট্রেলিয়া-পাকিস্তান সবাইকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে উঠে আছে। তাহলে বুঝতেই পারছেন, কত কঠিন গ্রুপ আমাদের!’
মূল ব্যাপার হলো, ভারতের মাটিতে ভারতের দর্শকের সামনে এমন একটা সুযোগ হারানোটা হতাশার ব্যাপার। বললেন, ‘আমরা তো বেশির ভাগ সময় খেলি নিজেদের দর্শকদের সামনে। সেটি অনেক সোজা। তুলনায় ভারতের মাটিতে ভারতের ৪০-৪৫ হাজার দর্শকের সামনে খেলা খুব কঠিন। সেখানে আমাদের ছেলেরা নার্ভাস হয়নি। গ্যালারিতে ওদের পক্ষে স্লোগান উঠেছে। কিন্তু আমরা নিজেদের সেরাটা দিয়ে লড়ে গেছি। এটি অবশ্যই বড় প্রাপ্তি’
শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কলকাতার ইডেনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন