এমন বোলিংয়ে নিজেই অবাক সানি্র
অ্যাকশন বদলে ফেলেছেন অনেকটাই। তাই স্বাভাবিকভাবেই অনেকে ভেবেছিলেন, আরাফাত সানি বুঝি ফুরিয়ে গেলেন। কিন্তু কার্যত হয়েছে উল্টো। নতুন অ্যাকশনে আরো বিধ্বংসী এ স্পিনার। কদিন আগেই গড়েছেন বিরল এক রেকর্ড। দুর্দান্ত এমন বোলিংয়ে নিজেই অবাক হচ্ছেন সানি। নিজের বোলিং নিয়ে এমনটাই জানালেন এ স্পিনার।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শেষে সানি বলেন, ‘আমার বোলিং অ্যাকশন একটু বদলেছে। আগে আমার বল গ্রিপ করতো না, স্কিড করতো বেশি আর পেস ভেরিয়েশন একটু কঠিন হতো। এখন আমি দুটোই করতে পারি। আমার বল গ্রিপও করছে, টার্নও করছে আবার বাউন্সও করছে। নিজে একটু অবাক হয়ে যাই। অ্যাকশন বদলানোয় সবকিছু একটু বেড়ে গেছে আর কি।’
ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথ থেকে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য দেশে ফিরেছিলেন সানি। এরপর নিজের সঙ্গে সংগ্রাম করে বদলেছেন বোলিং অ্যাকশন। পরীক্ষা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বোলিং করতে আইসিসির ছাড়পত্রও পেয়েছেন তিনি। তবে জাতীয় দলের আর খেলার সুযোগ হয়নি তার। আর সানি নিজেও এ নিয়ে ভাবছেন না। নিজের বোলিং নিয়েই ভাবছেন তিনি।
‘এখন আমি জাতীয় দল নিয়ে চিন্তা করছি না। আমার কাজ হচ্ছে ক্রিকেট খেলা। ক্রিকেটটা আমি সবসময় উপভোগ করার চেষ্টা করি। আর যেখানেই খেলি না কেন মন দিয়ে খেলার চেষ্টা করি। শতভাগ দিয়ে খেলার চেষ্টা করি সেটা প্রিমিয়ার লিগ হোক, বিপিএল হোক বা প্রথম শ্রেণির ম্যাচ হোক। আর নতুন অ্যাকশন আর পুরনো অ্যাকশন বলে কোনো কথা নেই। দিন শেষে কথা হচ্ছে পারফরম্যান্স। যাই করি না কেন, পারফরম্যান্স করলেই ভালো করবো।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার দুর্দান্ত বোলিং করছেন সানি। খুলনার বিপক্ষে ২.৩ ওভার বোলিং করে কোনো রান না দিয়ে ৩টি উইকেট নিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। ছয় ম্যাচে ৭টি উইকেট পেলেও নিয়ন্ত্রিত ও কার্যকরী বোলিং করে যাচ্ছেন এ বাঁহাতি।
‘সাম্প্রতিক যে সাফল্য তাতে আমি খুব খুশি। তবে আসলে আমি সবসময়ই চেষ্টা করি ভালো খেলার জন্য। আল্লাহর রহমতে সবার দোয়ায় আমার পারফরম্যান্স ভালো হচ্ছে। আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি- কীভাবে কি করবো।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন