এমন রূপে সানি লিওনকে দেখেছেন কখনো?

হালের পুরোদস্তুর অভিনেত্রী বনে যাওয়া সানি লিওন মানেই রূপালী পর্দায় উপচে পড়া শরীরী আবেদন। লাস্যময়ীতা। একসময় নীল দুনিয়ার ছিল তার যাতায়াত; আর এখন বলিউডের রূপালী দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছেন গ্ল্যামারের আলো। এর বাইরে তার ব্যাবসায়ী পরিচয়ও আছে। কিন্তু জানেন কি, শরীরী আবেদনের বাইরে তার আরও একটি রূপ আছে?
অথচ শরীরী আবেদন আর লাস্যের বাইরে যেন তাকে দেখতে চান না কেউই। কে না জানে নীলছবির দুনিয়ায় সানির আচমকা আগমন ঘটেছিল! আর সেই দুনিয়া ছেড়ে অভিনেত্রী হিসেবে তার যে উত্তরণ, সেটাও কিন্তু মোটেও সহজ কাজ নয়!
নীল ছবির দুনিয়া ছাড়লেও, এখনও সে আলোতেই তাকে মিলিয়ে দেখা হয়। আর তা নিয়ে কম বিতর্ক হয়নি। বিভিন্ন সাক্ষাৎকারে এ নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে। এমনকী বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার পরও।
সানিকে নিয়ে তর্কে-বিতর্কে দ্বিধাভক্ত হয়েছে বলিউড। কিন্তু তিনি কখনও তার অতীত জীবন লোকাননি। এখানেই নিজের বলিষ্ঠতা তুলে ধরতে পেরেছেন সানি।
তার সঙ্গে লেগে থাকা যাবতীয় ট্যাগ ও ট্যাবুকে হেলায় হারিয়ে দিয়ে, অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
গ্ল্যামার-জৌলুস-লাস্য-শরীরী আবেদন এসবের বাইরেও তাই থেকে যায় অন্য এক সানি লিওন। শৈশব-কৈশোরের সেই সানি লিওনকেই ছবিতে ছবিতে ফিরে দেখা তার জন্মদিনে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন