এমন সৌম্যকেই চান হাবিবুল বাশার
সময়টা ভালো যাচ্ছিল না। হাসছিল না সৌম্য সরকারের ব্যাট। রব উঠেছিল, সৌম্যকে বেশি সুযোগ দেয়া হচ্ছে। সেই খারাপ সময়ে সৌম্যর পাশে দাঁড়ান সতীর্থরা ও টিম ম্যানেজমেন্ট। আশা হারাননি জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও। সৌম্যকে নিয়ে তিনি বলেছিলেন, ‘ছোটবেলা থেকেই দেখেছি, ক্লাস ইজ পারমানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। আমার মনে হয় সৌম্য একটা ক্লাস। ওর শুধু একটি ইনিংসের দরকার। হয়তো তাতেই ঘুরে দাঁড়াবে।’
হ্যাঁ, সৌম্য সরকার নিজেকে ফিরে পেয়েছেন। তার ব্যাট হেসেই চলেছে রীতিমতো। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও শুরু। ছোট-বড় ইনিংস দিয়ে দারুণভাবে ফর্মে ফিরেছেন। সর্বশেষ দুটি ম্যাচেই ফিফটি করেছেন। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৬১ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৮৭* রানের ম্যাচজয়ী ইনিংস।
আইরিশদের বিপক্ষে পেরিস্কোপ শটে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন সৌম্য। ছিল আরও কিছু নান্দনিক শট। ফর্মের তুঙ্গে থাকা এই ক্রিকেটারকে নিয়ে আশাবাদী হাবিবুল বাশার সুমন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন সৌম্যকেই চান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড।
আস্থার প্রতিদান দেয়া সৌম্যকে নিয়ে সুমন বলেন, ‘খারাপ সময়ে সৌম্য প্রতি টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল, তার প্রতিদানই দিয়ে চলেছে সে। সৌম্য বাংলাদেশের ক্রিকেটের খুব বড় সম্পদ। চ্যাম্পিয়নস ট্রফিতে সে বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। ইংল্যান্ডের উইকেটে পেস ও বাউন্স আছে। এমন উইকেটে ভালো ব্যাটিং করতে পারে সৌম্য। নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডে তার প্রমাণ রেখেছে।’
আইরিশদের বিপক্ষে ম্যাচের ফিনিশিং টেনেছেন সৌম্য। যা মুগ্ধ করেছে হাবিবুল বাশার সুমনকে, ‘এই ধরনের উইকেটে সৌম্যর অপরাজিত ৮৭ রানের ইনিংসটি সত্যিই অসাধারণ। ৮০ রানের বেশি করেছে বলে এটা বলছি, তা কিন্তু নয়। ম্যাচটা শেষ করে এসেছে। যদি সৌম্যর মতো কেউ এভাবে দীর্ঘ সময় থিতু হতে পারে, তা বাংলাদেশের ব্যাটিংয়ের জন্য বড় পাওয়া। মিড উইকেটের ওপর দিয়ে একটি ছক্কা মেরেছে, তা দেখে আমি মুগ্ধ। আবার মিড উইকেটের চেয়ে কভারে শট খেলেছে সে।’
বাংলাদেশ দলের টপ-অর্ডার ব্যাটসম্যানদের ইনিংস আরও লম্বা হোক। এমন প্রত্যাশায় সাবেক অধিনায়ক, ‘টপ-অর্ডার ব্যাটসম্যানের থেকে ভালো একটি ফিফটিই যথেষ্ট নয়। লম্বা ইনিংস খেলতে হবে তাকে। যা সহায়ক হবে দলের বড় স্কোরের জন্য। যখন আমরা বড় দলগুলোকে হারাতে চাই, তখন এটা খুবই প্রয়োজন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন