এমপিসহ তিন নেতাকে চূড়ান্ত বহিস্কার করার সুপারিশের প্রতিবাদে শিবগঞ্জে মিছিল ও সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমান, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (পৌর মেয়র) কারিবুল হক রাজিনকে গত শনিবার দল থেকে চূড়ান্ত ভাবে স্থায়ী বহিস্কার করার সুপারিশ ঘোষণার প্রতিবাদে রোববার বিকেলে শিবগঞ্জে এক প্রতিবাদ সমাবেশ ও মিছিল বের হয়।
শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মেম্বার, আদিনা কলেজ ছাত্রলীগের সভাপতি রাসেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম জুম্মাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উক্ত প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র কারিবুল হক রাজিন বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে জেলা কমিটি এই হটকারিতা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না।
অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য দাবি জানান। তিনি তার বক্তব্যে বলেন, শিবগঞ্জের আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থাকে দূর্বল করার জন্য জেলার কতিপয় আওয়ামী লীগ নেতা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা সজাগ থাকবেন সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানীর নেতৃত্বেই উপজেলা আওয়ামী লীগ সংগঠিত হয়েছে।
অদূর ভবিষ্যতেও তাঁর নেতৃত্বেই শিবগঞ্জে আওয়ামী লীগ সর্ব ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখবে। কারিবুল হক রাজিন আরও বলেন, গেল ৩০ ডিসেম্বর শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর কতিপয় আওয়ামী লীগের নেতার গাত্রদাহ হয়। এক সময়ের জামায়াত-বিএনপির ভয়ে যে আওয়ামী লীগ নেতারা শিবগঞ্জ ছেড়ে পালিয়ে ছিলেন জেলার বাইরে এমন দেশের বাইরে।
ওইসব নেতারা যখন আওয়ামী লীগ পূর্ণগঠিত হয়েছে গোলাম রাব্বানী এমপির নেতৃত্বে ঠিক ওই মূহুর্তে ওইসব নেতারা আবারো বিভ্রান্তি ছড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চক্রান্তকারী আওয়ামী লীগ নেতাদের কথায় কান না দেয়ার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি জোরালা আহ্বান জানান। একই সাথে জেলা আওয়ামী লীগের ঘোষিত ভূল সিদ্ধান্ত জরুরী ভিত্তিতে প্রত্যাহার করে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আওয়ামী লীগের সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য তিনি জোর দাবি জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন