এমপি প্রধান অতিথি তাই অনুষ্ঠান বর্জন করলো শ্রমিকরা

পিরোজপুরে স্থানীয় সংসদ সদস্য কে প্রধান অতিথি করায় জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসের অনুষ্ঠান বর্জন করেছে জেলার সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। আজ সোমবার মে দিবস উদ্যাপন উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালী ও র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় জেলা প্রশাসন।
তবে সেই অনুষ্ঠানে দেখাযায়নি কোন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে। তাই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কয়েক জন লোক নিয়ে র্যালী করে আলোচনা সভা করে জেলা প্রশাসন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পিরোজপুর-১ আসনের এমপি এ কে এম এ আউলায় মঞ্চে উপস্থিত থেকেও কোন বক্তব্য দেননি। সভা স্থালেও উপস্থিত ছিল না কোন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে পুলিশ প্রশাসনের দায়িত্বরত সদস্যদের বসানো হয় দর্শক চেয়ারে। এ সময় আলোচনা সভায় জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: ওয়ালিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোহরাব হোসেন।
জেলা বাস-মিনিবাস-কোচ ও মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন বলেন, স্থানীয় এমপি বরবারই জেলার শ্রমিকদের নানা ভাবে হয়রানি করে আসছে এবং কয়েকদিন আগে বাসস্টান্ড এলাকায় একটি হত্যাকান্ডের ঘটনায় বিনাদোষে স্থানীয় এমপির ইন্দোনেই তাদের শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হান্নান সেখকে মামলার আসামী করা হয়েছে। এ করাণেই জেলা প্রশাসককে আগেই জানানো হয়েছিল স্থানীয় এমপিকে প্রধান অতিথি করা হলে সে অনুষ্ঠান শ্রমিক ইনিয়নের নেতৃবৃন্দ তা বর্জণ করবে।
এরপরও জেলা প্রশাসন এমপি কে অনুষ্ঠানে প্রধান অতিথি করার কারনে তাদের শ্রমিক ইউনিয়নের সাথে একত্বতা প্রকাশ করে জেলার অন্য সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠান বর্জণ করেছে বলে আরো জানান সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ জানান, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আগে জানিয়েছিল তারা আসবে কিন্তু কি কারণে তার উপস্থিত হয়নি তা তিনি জানেন না।
আর এমপির অসুস্থতার করণে র্যালীতে অংশ গ্রহণ করেন নি এবং সভায় বক্তব্যে দেয়নি বলে বলে আরো জানান জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন