‘এমপি মমতাজকে অতিথি না করায়’ আকস্মিক ঘোষণা দিয়ে বন্ধ হয়ে গেলো স্কুলের অনুষ্ঠান
বিদ্যালয় প্রাঙ্গণে বড় প্যান্ডেল। অনুষ্ঠানের সব প্রস্তুতিই শেষ। সকালে শিক্ষার্থী,অভিভাবকসহ সংশ্লিষ্টরা সবাই বিদ্যালয়ে উপস্থিত।
কিন্তু হঠাৎ মাইকে ঘোষণা দেয়া হলো অনিবার্য কারণে স্থগিত করা হলো আজকের অনুষ্ঠান।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নের কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পরে জানা গেল, অনুষ্ঠানে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগমকে অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপের কারনে অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।
স্কুল ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় ওই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপের মুখে অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হন স্কুল কর্তৃপক্ষ।
কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয় বিদ্যালয় সূত্র ও শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছিল যথারীতি সদর উপজেলার হাটীপড়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য গোলাম মনির হোসেনকে।
বিদ্যালয়ের দাতা সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওবায়দুর রহমান জানান, গোলাম মনির হোসেনকে প্রধান অতিথি করায় অনুষ্ঠানের আগের দিন হঠাৎ করেই সিংগাইর উপজেলা সাধারণ সম্পাদক আবদুল মাজেদসহ দলের নেতারা অনুষ্ঠান স্থগিত রাখতে চাপ দিতে থাকেন। এ কারণেই সব প্রস্তুতি সম্পন্ন থাকার পরও অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে।
তাদের সব প্রস্তুতি সম্পন্ন হলেও পরিচালনা কমিটির নির্দেশে অনুষ্ঠান স্থগিত ঘোষণা করতে হয়েছে বলে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন।
সিংগাইর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মাজেদের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য তার মুঠোফোনে কয়েক দফা চেষ্টা করে পাওয়া গেলেও এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
এ ব্যাপারে হাটীপড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মনির হোসেন জানান, আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোয়ন চাওয়ার জন্য মনোভাব ব্যক্ত করায় প্রতিপক্ষ ভেবে তার কর্মসূচি শেষ মুহুর্তে এসে বন্ধ করে দেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি সোমবার লেমুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানও এমপির ব্যক্তিগত সহকারীর নির্দেশে স্থগিত হয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন