এমপি লিটনের বোনের গাড়িতে ছাত্রলীগের হামলা, ভাঙচুর
দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজ বারীর গাড়ি ভাঙচুর করা হয়েছে।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আফরোজ বারী তার মাইক্রোবাসে করে সুন্দরগঞ্জ পৌর শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় মাতৃভাষা দিবসে শহরে থানা ও পৌর ছাত্রলীগের মিছিল চলছিল। মিছিল থেকে হঠাৎ করে তার গাড়িতে হামলা চালানো হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আফরোজ বারীর গাড়িতে হামলা হয়েছে। এ সময় গাড়িতে তাঁর সঙ্গে স্বামীও ছিলেন। গাড়িতে কারা হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলার তারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজহারুল ইসলাম জানান, হামলার ঘটনায় তার গাড়ির পেছনের গ্লাস ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে আওয়ামী লীগের এমপি লিটনকে গুলি করা হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন