‘এরপর আমাকে আর পাবে না কিন্তু’
            
			‘সকাল থেকেই মিজু ভাইকে নিয়ে শুটিং করছিলাম। ভাইয়ের দুটি সিক্যুয়েন্স ছিল আজ। তাহলেই ছবিতে উনার শুটিং শেষ হয়। দুপুরের মধ্যে সিক্যুয়েন্স দুটি শেষ করে খাতা চেক করে দেখলাম, উনার আর শুটিং নেই। তখন উনাকে বললাম, ভাই, আপনার শুটিং পেকআপ। এই ছবিতে আর লাগবে না। উনি হেসে দিয়ে বললেন, ভালো করে চেক করে দেখ, এরপর আমাকে আর পাবে না কিন্তু। আমরা আবারও খাতা চেক করে দেখলাম, উনার কোনো শুটিংয়ের কাজ বাকি আছে কি না।’ কথাগুলো বলতে বলতে চোখের পানি মুছলেন চিত্রপরিচালক শাহাদাৎ হোসেন লিটন।
গতকাল সোমবার রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মিজু আহমেদ। এর আগে সারা দিন তিনি বিএফডিসিতে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ছবির শুটিং করেছেন। শুটিংয়ের সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে বারবারই আবেগতাড়িত হয়ে পড়ছিলেন পরিচালক লিটন।
লিটন বলেন, ‘শুটিং শেষ করেছি দুপুর ১টার দিকে। আমি জানতাম, তিনি রাতে দিনাজপুর যাবেন শুটিং করতে। তাই জানতে চাইলাম, আপনি কি দুপুরে এখানে খাবেন, না বাসায় গিয়ে খাবেন? মিজু ভাই হেসে বললেন, আমি এফডিসিতেই খাব। বলে বিদায় নিয়ে শিল্পী সমিতিতে চলে গেলেন। আমরা সেখানেই দুপুরের খাবার পাঠিয়ে দিই।’
চলচ্চিত্র শিল্পী সমিতির অফিস সহকারী জাকির হোসেন বলেন, “দুপুর ১টার দিকে মিজু স্যার শিল্পী সমিতিতে আসেন। অজু করে নামাজ পড়েন। এরই মধ্যে শুটিং থেকে খাবার চলে আসে। আমি খাবার রেডি করে উনাকে খাওয়াই। তখন উনার সঙ্গে আমার কথা হয়। কত দিনের জন্য শুটিংয়ে যাচ্ছেন—জানতে চাইলে তিনি বলেন, সেখানে সাত দিন শুটিং করার কথা। আহম্মেদ ইলিয়াস ভূঁইয়া পরিচালিত ‘মানুষ কেন অমানুষ’ ছবিতে অভিনয় করবেন। আসরের নামাজ পড়ে আমার কাছ থেকে দিনাজপুরের টিকেট নিয়ে এফডিসি থেকে পান্থপথের বাসায় গেলেন। রাত ৮টায় কমলাপুর থেকে উনি ট্রেনে ওঠেন। সাড়ে ৮টার দিকে আমাদের সমিতিতে ফোন আসে, তিনি মারা গেছেন।”
আহম্মেদে ইলিয়াস ভূঁইয়া পরিচালিত ‘মানুষ কেন অমানুষ’ ছবির শুটিং করার জন্য গতকাল রাত ৮টায় কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে করে দিনাজপুরের উদ্দেশে রওনা হন মিজু আহমেদ। ট্রেন তেজগাঁও স্টেশনে যাওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হন। পরে তাঁকে বিমানবন্দর স্টেশনে নামানোর পর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
এই সংক্রান্ত আরো সংবাদ
	‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
	বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
	শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













