এরশাদের আপিলের রায় পড়া চলছে
বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে তিন বছরের দণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মামলায় আপিলের রায় পড়া চলছে।
মঙ্গলবার (৯ মে) সকালে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দিচ্ছেন।
এর আগে ১২ এপ্রিল এ মামলার শুনানি শেষে ৯ মে রায়ের দিন নির্ধারণ করেন আদালত।
এই মামলায় গত ২৩ মার্চ এরশাদের করা আপিলের রায়ের জন্য দিন নির্ধারিত থাকলেও তা ঘোষণা হয়নি। রায়ের আগে এ সাজা বৃদ্ধিতে দুই যুগ আগে রাষ্ট্রপক্ষের দুটি আপিল আদালতের নজরে আসে। যেহেতু তিনটি আপিলই একই মামলার সঙ্গে সম্পৃক্ত তাই এরশাদের আপিলের রায় আলাদাভাবে দেওয়া হলে ‘দ্বান্দ্বিক অবস্থা’ তৈরি হতে পারে; এ কারণে বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ তিনটি আপিলের নথি প্রধান বিচারপতির নিকট পাঠিয়ে দেন।
পরে প্রধান বিচারপতি গত ২৭ মার্চ এই বেঞ্চে মামলাটি শুনানির জন্য পাঠান। গত ৩০ মার্চ সেই আপিল শুনানিতে পক্ষভুক্ত হতে দুদকের আবেদন মঞ্জুর করেন আদালত। সেই তিনটি আপিলের শুনানি শেষে আদালত রায়ের এই দিন নির্ধারণ করেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। এরশাদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান।
এর আগে গত বছর ৩০ নভেম্বর সাজার বিরুদ্ধে এরশাদের করা আপিল শুনানি হাইকোর্টে শুরু হয়। গত ৯ মার্চ সেই আপিলের শুনানি শেষে ২৩ মার্চ রায়ের জন্য দিন নির্ধারণ করেছিলেন আদালত।
রাষ্ট্রপতি থাকাকালে বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো এরশাদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় এই মামলা দায়ের করে। যার আর্থিক মূল্য মামলায় এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকা।।
এই মামলায় ১৯৯১ সালের ২০ মার্চ বিচারিক আদালতে অভিযোগ গঠন করা হয়। ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি নিন্ম আদালত ওই মামলায় এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেয়। ওই সাজার রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করেন এরশাদ। একই বছর রাষ্ট্রপক্ষ সাজা বৃদ্ধির জন্য দুটি আপিল করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন