বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এরশাদের সামনেই কর্মীদের ক্ষোভের মুখে কাঁদলেন রওশন!

তৃণমূলের কর্মীদের ক্ষোভের মুখে কেঁদে ফেললেন জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হুসেইন মুহাম্মদ এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের যৌথসভায় এ ঘটনা ঘটে।

রওশনের বক্তৃতা চলাকালে দর্শক সারি থেকে কয়েকজন নেতা জানতে চান এরশাদের বিরুদ্ধে থাকা মামলা কবে প্রত্যাহার হবে? এ বিষয়ে বক্তব্য দিতে তারা রওশনকে অনুরোধ করেন। তবে বিরোধীদলীয় নেতা মামলার প্রসঙ্গে কথা না বলে বক্তব্য চালিয়ে যান। ক্ষুব্ধ কর্মীরা তখন আসন ছেড়ে মঞ্চের সামনে জমায়েত হয়ে মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে শুরু করেন।

তৃণমূলের নেতাদের কয়েকজন রওশনের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা এরশাদের জাতীয় পার্টির নাম ব্যবহার করে এমপি হবেন, সরকারের সুবিধা ভোগ করবেন অথচ এরশাদের মামলা প্রত্যাহারের বিষয়ে নিশ্চুপ থাকবেন, তা হবে না। মামলা প্রত্যাহার না হলে সরকারে থেকে কী লাভ!’

পরিস্থিতি শান্ত করতে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার আসন থেকে উঠে মাইক নেন। তিনি কর্মীদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, ‘ম্যাডামের কথা আপনারা শুনুন। উনি সংসদে স্যারের মামলা প্রত্যাহারের বিষয়টি তুলবেন।’ এরশাদ তখন নিজ আসনেই নীরবে বসে ছিলেন।

কর্মীদের আচরণে বিব্রত রওশন এরশাদ এরপর বলেন, ‘মামলা প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রীকে না হলেও একশবার বলেছি। প্রধানমন্ত্রী করব করব বলেন।’ রওশন একপর্যায়ে কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘তোমরা তোমাদের নেতার জন্য কষ্ট পাও, কিন্তু উনি তো আমার স্বামী। আমার স্বামীর বিরুদ্ধে এতগুলো মামলা। আমার স্বামীর কষ্ট আমার চেয়ে আর কে বেশি বুঝবে?’

রওশন দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘অনেকে বলেন আমরা কারো ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবো না। আমাদের শক্তি নেই তাই আমরা ব্যবহার হই।’ আগামী নির্বাচনে জাপাকে যেন কারো স্বার্থে ব্যবহৃত হতে না হয়, সেজন্য জাপাকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীর প্রতি আহবান জানান রওশন এরশাদ।

সভাপতির বক্তব্যে এরশাদ তার জন্য স্ত্রী রওশনের ত্যাগের কথা তুলে ধরেন। কর্মীদের উদ্দেশ্যে এরশাদ বলেন, ‘বিনা দোষে তাকে (রওশন) তিনবছর কারাগারে রেখেছিল। তার সাথে মাসুম শিশুটিও ছিল। ডিভিশন চাওয়া হয়েছিল, কিন্তু দেয়নি। জেলে থাকার কারণে ছেলেকে স্কুলে ভর্তি করতে পারে নাই। ছেলের জীবনটা ধ্বংস করলাম শুধু অন্ধকার কারাগারে থাকার কারণে।’

আগামী ১ জানুয়ারি জাপার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে দলের মহসমাবেশ সফল করতে সোমবারের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় কমিটি ও জেলার নেতারা যোগ দেন। সভায় আরও বক্তৃতা করেন কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুসহ কেন্দ্রীয় নেতা ও দলের এমপিরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের