এলজিআরডি মন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার মুখ্যমন্ত্রীর বৈঠক

মালয়েশিয়ার পেরাক প্রদেশের মুখ্যমন্ত্রী ড. জেমরি কাদেরের নেতৃত্বে ১৩ সদস্যের এক প্রতিনিধিদল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আজ রবিবার সচিবালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেছেন।
এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ক্ষুদ্র ঋণপদ্ধতির মাধ্যমে দারিদ্র বিমোচন পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে দারিদ্র বিমোচন অন্যতম। ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে সঞ্চয়মুখী করে তাদের পুঁজি গঠনের জন্য প্রতিটি দরিদ্র পরিবারকে তাদের নিজস্ব সঞ্চয়ের বিপরীতে প্রকল্প থেকে মাসে ২০০ টাকা হিসেবে ২৪০০ টাকা অনুদান প্রদান করা হয়।
এ প্রকল্পের আওতায় প্রতিটি গ্রাম থেকে ৪০ টি দরিদ্র পরিবারকে বাছাই করে গ্রাম উন্নয়ন সমিতি গঠন করা হয়। সমিতি প্রতি বছর এক লাখ ৫০ হাজার টাকা সুদবিহীন ঘুর্ণায়মান তহবিল গঠন করে এলাকার অনিবাসী ভূমি মালিকদের পতিত জমি চাষাবাদ বা গবাদি পশু পালন করে আয়বর্ধক কর্মসূচি গ্রহণ করে নিজেদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এভাবে ৩০ লক্ষাধিক গরিব মানুষ উপকৃত হয়েছে এবং পর্যায়ক্রমে এ সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মালয়েশীয় মুখ্যমন্ত্রী দেশের সার্বিক অগ্রগতিতে বর্তমান সরকারের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের অভিজ্ঞতাকে তাঁর দেশের দারিদ্র বিমোচন কাজে আসবে বলে উল্লেখ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পেরাক প্রদেশের প্রতিমন্ত্রী সারনি বিন মোহাম্মদসহ প্রতিনিধিদলের সদস্যবৃন্দ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম. এ. কাদের সরকার, স্থানীয় সরকার বিভাগের সচিবের দায়িত্বপ্রাপ্ত মো. সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন