এশিয়া কাপের টিকেট নিয়ে টানাটানি
টিকেটের জন্য রাতজাগা। টিকেটের জন্য হাহাকার। বাংলাদেশে ক্রিকেট খেলা হলেই এই দৃশ্য চোখে পড়ে। এবার এশিয়া কাপে সেই দৃশ্য চরম আকার ধারণ করেছে। টিকেট পাওয়া নিয়ে রীতিমতো ‘যুদ্ধ’ চোখে পড়ছে ইউসিবির ছয়টি শাখায়।
ব্যাংটির যেসব শাখায় এশিয়া কাপের টিকেট বিক্রি করা হচ্ছে, তার কয়েকটিতে ঘুরে দেখা গেছে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে অনেক তরুণ রাত চারটা থেকে টিকেটের জন্য অপেক্ষা করছেন। তাদের মধ্যে বেশির ভাগই আক্ষেপ করছেন টিকেট না পেয়ে!
মঙ্গলবার ইউসিবি ব্যাংকের কয়েকটি শাখায় যেয়ে অভিযোগ পাওয়া গেছে, পুলিশের অনিয়মের জন্য আগে থেকে লাইনে দাঁড়ানো অনেকে টিকেট পানননি। দর্শকদের অভিযোগ পুলিশ ঘুষ নিয়ে পরে আসা টিকেট প্রত্যাশীদের আগে যাওয়ার সুযোগ করে দিয়েছেন।
ব্যাংক কর্মকর্তারা বলেছেন টিকিট পাওয়া গেছে বিকেল চারটা পর্যন্ত। তবে দেখা গেছে দুপুর আড়াইটার মধ্যেই বুথ বন্ধ ঘোষণা করা হয়েছে। দীর্ঘ অপেক্ষার পরও টিকিটি না পেয়ে উত্তেজিত জনতা কয়েকটি বুথ ভাঙতে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
মিরপুর শাখার দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, ‘এবার টিকেটের চাপ অনেক বেশি। আমরা সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু করেছি। হেড অফিস থেকে আজকের জন্য যে কয়টা টিকিট দেয়া হয়েছিল তা সব শেষ। তাই এখনই বুথ বন্ধ করে দিয়েছি।’
এই শাখায় বিক্রির জন্য মোট কতটি টিকিট দেয়া হয়েছে, তা জানাতে রাজি হননি তিনি, ‘এটা আমাদের বলা নিষেধ আছে। এই শাখার টিকিটের সঠিক সংখ্যা জানতে হলে আপনাকে হয় বিসিবি অথবা আমাদের হেড অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন