এশিয়া কাপের ‘ভুতূরে সূচি’; বিপদের ঝুঁকিতে স্বাগতিক বাংলাদেশ!
খোদ বাংলাদেশেই অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে বদলে যাওয়া এশিয়া কাপ ক্রিকেটের আসর। তাও টানা তৃতীয়বারের মত। অথচ, সেই টুর্নামেন্টের সূচীতে বড়সড় একটা ‘গোলমাল’ আছে। আর এই গোলমালে বিপাকে পড়তে পারে স্বাগতিক বাংলাদেশই।
একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ৬ মার্চ অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল। আর এই টুর্নামেন্টে বাংলাদেশ ফাইনালে উঠলেই অপেক্ষা করছে বিপদ। কারণ, পাঁচদিন বাদেই শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সাথে সেটা সাংঘর্ষিক হয়ে উঠতে পারে।
কারণ, ৪ ও ৬ মার্চ বিশ্বকাপের দু’টো প্রস্তুতি ম্যাচের সূচিও নির্ধারিত হয়ে আছে বাংলাদেশের। জিম্বাবুয়ে ও হংকংয়ের বিপক্ষে যে ম্যাচ দু’টো হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়। ফলে, ফাইনালে উঠলে যেকোন একটিকে বেঁছে নিতে হবে বাংলাদেশকে।
আর এই মুশফিক আসান করবে কে? বিসিবি এই সংকটে চেয়ে আছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দিকে! এই নিয়ে পঞ্চমবারের মত বাংলাদেশে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ। এর আগে ২০১৪, ২০১২, ২০০৮ ও ১৯৮৮ সালে এই আসরের আয়োজক ছিল বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন