সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এশিয়া কাপ: বাংলাদেশকে হারিয়ে শুভ সূচনা ভারতের

আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ৪৫ রানে হারিয়ে শুভ সূচনা করেছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৬৬ রান করে ভারতীয়রা। জবাবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২১ রানেই থামে টাইগারদের ইনিংস।

প্রকৃতির বৈরি আচরণে টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তের যথার্থ প্রমাণ দিয়েছে বাংলাদেশের বোলাররা। সবুজ উইকেটে তাসকিনের পেস গতিতে উইকেটে রীতিমতো নেচেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। তবে, ভাগ্যদেবী সহায় না হওয়া উইকেট না পাবার আক্ষেপ থাকতেই পারে এই গতি তারকার।

কিন্তু, মিরপুরের গ্যালারির সমর্থকদের সেই আক্ষেপ ঘুচিয়েছেন আল আমিন হোসেন। দারুণ এক ডেলিভারিতে খড়কুটোর মতো উপরে ফেলেছেন শিখর ধাওয়ানের উইকেট। জ্বলে উঠার আগেই কোহলিকে ব্যক্তিগত ৮ রানে নিভিয়ে দিয়েছেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা। এমন অবস্থায় পাওয়ার প্লের ৬ ওভারে ৩১ রান ভারতের স্কোর বোর্ডে।

রায়নার রান তোলার বায়না ভণ্ডুল করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে ভারত। সেই সুযোগে ভারতীয় ব্যাটসম্যানদের টুঁটিটা চেপে ধরেছিল বাংলার বাঘেরা। কিন্তু, ব্যক্তিগত ২১ রানে ওপেনার রোহিত শর্মার ক্যাচ, সাকিব ফেলে দিয়ে সর্বনাশ ডেকে আনেন। নতুন জীবন পেয়ে রোহিত দলকে টেনে তুলেন খাদের কিনারা থেকে। তবে, স্বাগতিকদের সফল বোলার আল আমিনে কাটা পড়ে রোহিত থামেন ৮৩ রানে। কিন্তু, শেষটায় পাণ্ডের গা-জ্বালানো কাণ্ডে ১৬৬ রানের ভাল পুঁজি পায় ধোনির ভারত।

জবাব দিতে নেমে প্রত্যাশার উল্টো পিঠে ঢাকা পড়তে থাকে টাইগার সমর্থকদের স্বপ্ন। দলীয় ১৫ রানে দুই ওপেনার মোহাম্মাদ মিথুন ও সৌম্যর আউটে মন খারাপ হয়ে পড়ে সবার। ক্রিকেট পিয়াসিদের মুখে হাসি ফোটাতে পারেননি তামিমের জায়গায় সুযোগ পাওয়া ইমরুল কায়েস। তবে, তখনও, সাব্বিরের ব্যাটে আশার ফানুশ উড়ছিল ক্রিকেট আকাশে। কিন্তু, সাকিবের রান আউটের পরপরই সর্বোচ্চ ৪৪ রানে ইনিংস খেলে সাব্বির প্যাভিলিয়নে ফিরলে চুপসে যায় আশার ফানুশ।

সময়ের সাথে সাথে ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিংও। বাকি গল্পে মুশফিক হারের ব্যবধান কমিয়েছেন মাত্র।

বাজে ব্যাটিংকেই দুষলেন মাশরাফি

ম্যাচে হেরে যাওয়ার পেছনে নিজেদের বাজে ব্যাটিংকেই দুষলেন অধিনায়ক মাশরাফি। তবে, ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। এদিকে, ম্যাচ জয়ের পুরো কৃতিত্ব দলের সবাইকে দিয়েছেন বিজয়ী দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, “টস জয়ের পরও, আমরা ভারতকে কম রানের মধ্যে আটকাতে পারিনি। রোহিত শর্মার ক্যাচটা মিস না করলে হয়ত ফলাফল অন্যরকম হত। ফিল্ডিংয়ে আমাদের আরো সচেতন হতে হবে। এ ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাই আমরা।”

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, “এ জয়ের কৃতিত্ব পুরো দলের। প্রথম ম্যাচের জয় আমাদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। ব্যাটসম্যানরা বেশ ভালো করেছে। পরের ম্যাচগুলোতেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই আমরা।”

এদিকে, এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়ায়, টাইগারদের পারফরমেন্সের কড়া সমালোচনা করেছেন খেলা দেখতে আসা সমর্থকরা। হারের জন্য ব্যাটসম্যানদের বাজে ব্যাটিং ও ফিল্ডারদের ক্যাচ মিসকে দায়ী করেছেন তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি