এসএসসি পরীক্ষা, তাই মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য আগামীকাল সোমবারের মন্ত্রিসভার নির্ধারিত সাপ্তাহিক বৈঠকের স্থান ও সময়সূচি পরিবর্তন করেছেন।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আগামীকালের মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ের পরিবর্তে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব আশরাফুল আলম খোকন। তিনি জানিয়েছেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।
আশরাফুল আলম খোকন বলেন, ‘পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার হলে পৌঁছার পর সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে বের হবেন।’
আগামীকাল সোমবার থেকে ১০ শিক্ষা বোর্ডের আওতায় দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ বছর ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। যা গত বছরের চেয়ে এক লাখ ৭২ হাজার ২৫৭ জন বেশি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজিমপুরে বাসায় ডাকাতি, মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা
ঢাকার আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় দিনে দুপুরে ডাকাতিরবিস্তারিত পড়ুন
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়াবিস্তারিত পড়ুন
ফ্রান্স-ইসরায়েল ম্যাচের আগে বিক্ষোভে উত্তাল প্যারিস
উয়েফা নেশন্স লিগে ফ্রান্স-ইসরায়েল ম্যাচের আগে ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল হয়েবিস্তারিত পড়ুন