এসএ গেমসে বাংলাদেশের চতুর্থ স্বর্ণ জয়
ভারোত্তোলন ও সাঁতারের পর এসএ গেমসে বাংলাদেশের আরেকটি স্বর্ণপদক এসেছে শুটিং থেকে। ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ খ্যাত এই গেমসে বাংলাদেশের পক্ষে চতুর্থ স্বর্ণপদকটি জিতেছেন শুটার শাকিল আহমেদ।
বুধবার ভারতের গুয়াহাটিতে শুটিংয়ের ৫০ মিটার ফ্রি পিস্তলে এই স্বর্ণপদক জিতেছেন শাকিল।
এর আগে ভারোত্তোলনে মাবিয়া আক্তারের হাত ধরে বাংলাদেশ প্রথম স্বর্ণপদক জিতেছিল। নারীদের ৬৩ কেজি ওজনশ্রেণিতে সোনালি সাফল্যের আনন্দে দেশকে ভাসিয়েছেন তিনি এবং নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় স্বর্ণপদক জিতেছেন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে মাহফুজা খাতুন শিলা। সাঁতারে দীর্ঘ ১০ বছর পর দেশকে স্বর্ণজয়ের আনন্দে ভাসিয়েছেন তিনি।
এর পর দেশের হয়ে তৃতীয় এবং ব্যক্তিগত দ্বিতীয় স্বর্ণ সাঁতারে মাহফুজার হাত ধরেই পেয়েছে বাংলাদেশ। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন তিনি। এই পদক জিততে তিনি সময় নিয়েছেন ৩৪ দশমিক ৮৮ সেকেন্ড।
মাহফুজা ২০০৬ সালে কলম্বো এসএ গেমসে শ্রীলঙ্কার রাহিম মাইয়ুমির রেকর্ড ভেঙেছিলেন। ওই লঙ্কান সাঁতারু সেবার ৩৪ দশমিক ৯৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন