এসএ গেমসে বাংলাদেশের চতুর্থ স্বর্ণ জয়
ভারোত্তোলন ও সাঁতারের পর এসএ গেমসে বাংলাদেশের আরেকটি স্বর্ণপদক এসেছে শুটিং থেকে। ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ খ্যাত এই গেমসে বাংলাদেশের পক্ষে চতুর্থ স্বর্ণপদকটি জিতেছেন শুটার শাকিল আহমেদ।
বুধবার ভারতের গুয়াহাটিতে শুটিংয়ের ৫০ মিটার ফ্রি পিস্তলে এই স্বর্ণপদক জিতেছেন শাকিল।
এর আগে ভারোত্তোলনে মাবিয়া আক্তারের হাত ধরে বাংলাদেশ প্রথম স্বর্ণপদক জিতেছিল। নারীদের ৬৩ কেজি ওজনশ্রেণিতে সোনালি সাফল্যের আনন্দে দেশকে ভাসিয়েছেন তিনি এবং নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় স্বর্ণপদক জিতেছেন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে মাহফুজা খাতুন শিলা। সাঁতারে দীর্ঘ ১০ বছর পর দেশকে স্বর্ণজয়ের আনন্দে ভাসিয়েছেন তিনি।
এর পর দেশের হয়ে তৃতীয় এবং ব্যক্তিগত দ্বিতীয় স্বর্ণ সাঁতারে মাহফুজার হাত ধরেই পেয়েছে বাংলাদেশ। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন তিনি। এই পদক জিততে তিনি সময় নিয়েছেন ৩৪ দশমিক ৮৮ সেকেন্ড।
মাহফুজা ২০০৬ সালে কলম্বো এসএ গেমসে শ্রীলঙ্কার রাহিম মাইয়ুমির রেকর্ড ভেঙেছিলেন। ওই লঙ্কান সাঁতারু সেবার ৩৪ দশমিক ৯৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন













