এসপির বাড়িতে ডাকাতি
লক্ষ্মীপুরের রায়পুরে একজন পুলিশ সুপারের (এসপি) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের ওই কর্মকর্তার নাম মাহমুদুর রহমান সেলিম (বিপিএম)। তিনি সিলেট রেঞ্জ পুলিশের আরআরএম কমান্ডেট (এসপি)।
সোমবার গভীর রাতে তার গ্রামের বাড়ি রায়পুর উপজেলার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই পুলিশ কর্মকর্তার ভাই মোক্তার হোসেন জানান, সোমবার দিনগত রাত দেড়টার দিকে একদল ডাকাত অস্ত্র-শস্ত্র নিয়ে গেটের তালা কেটে দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তার মা ও বাবা ভেতরে ছিলেন।
ডাকাতরা তাদের অস্ত্রের মুখে মারধর করে বেঁধে রেখে ৬-৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাবা-মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রায়পুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মঙ্গলবার সকালে রায়পুর থানার ওসি লোকমান হোসেন ও কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে একই রাতে ওই গ্রামের স্বাস্থ্য পরিদর্শিকা সুফিয়া আকতারে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণলংকার, মোবাইল, ল্যাপটপ ও দামি কাপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন