এসব মেসেজ পাঠানো বন্ধ করেনঃ সাকিব

ক্রিকেট যেন সাকিবের মনে প্রানে মিশে গিয়েছে ।ক্রিকেট ছাড়া তিনি আর কিছুই ভাবতে পারেন না। এমন কি নিজের রেস্টুরেন্টেরও হিসাব রাখতে চান না তিনি।এমন্টাই জানালেন সাকিব।
দেশের শীর্ষ দৈনিক এক পত্রিকায় দেওয়া সাক্ষাতকারে সাকিবের কাছে প্রশ্ন ছিলো এমন ক্রিকেটের বাইরে কি করেন? – এমন প্রশ্নের উত্তরে সাকিব জানালেন, তেমন কিছুই না। তার খুব কাছের ভক্তরাও নাকি এ ব্যাপারে খুব একটা জানেন না। কারণ, ক্রিকেটের বাইরে তেমন কিছুই ভাবতে পারেন না তিনি। দ্রুতই ভুলে যান। বনানীতে অবস্থিত রেস্টুরেন্টও নাকি তেমনই।
বলেছেন, ‘আমি আমার রেস্টুরেন্ট নিয়েও ভাবি না। প্রথম দিকে যেটা হতো, ওরা আমাকে প্রতিদিনের হিসেব অর্থাৎ কতটুকু লাভ হয়েছে কিংবা কতটুকু লস হয়েছে সেটা আমাকে টেক্সট করে দিতো। কিন্তু দুই মাস পর আমি তাদেরকে বললাম, ‘‘ভাই, এসব মেসেজ পাঠানো বন্ধ করেন।’’ আমার তো এসব দেখার প্রয়োজন নেই! পরবর্তীতে তাদের কাছে প্রতি মাসের শেষে পুরো মাসের হিসেব পাঠাতে বলে দেই।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন