এসব হত্যাকাণ্ড সরকারের পক্ষে একা বন্ধ করা সম্ভব নয়: মার্কিন রাষ্ট্রদূত

জুলহাস হত্যার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এসব হত্যাকাণ্ড বাংলাদেশ সরকার বা পুলিশের পক্ষে একা বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন তিনি।
বুধবার মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের পর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, মার্কিন ইন্টেলিজেন্ট এফবিআই এবং অষ্ট্রেলীয়ার ইন্টেলিজেন্টস আমাদের ইন্টেলিজেন্টের সাথে শেয়ার করে কাজ করে।
তিনি আরো বলেন, বিদেশি নাগরিক হত্যাসহ এ যাবৎ যতো আলোচিত হত্যাকাণ্ড ঘটেছে তাদের গ্রেফতারকৃতরা ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালিয় নাগরিক হত্যা মামলার চার্জশীট কিছু দিনের মধ্যে দেওয়া হবে এবং রংপুরে জাপানী নাগরিকক হত্যার চার্জশীটও কিছু দিনের মধ্যে দেওয়া হবে।
এর আগে গত সোমবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগানের বাসায় ঢুকে মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যা করে পালিয়ে দুর্বৃত্তরা। ঘটনার রাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বার্নিকাট। এর দুদিনের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন