এ এক মহা উদ্যোগঃ শহীদদের স্মরণে শিখা প্রজ্জ্বলন করলেন বধ্যভূমি সংরক্ষণ সংগঠন ’হৃদয়ে একাত্তর’
আরেফিন রিয়াদ, প্রতিনিধি: স্বাধীনতার মাস মার্চের প্রথম সন্ধ্যায় বধ্যভূমিতে শিখা প্রজ্জ্বলন করে একাত্তরের শহীদদের স্মরণ করল ঝালকাঠি বধ্যভূমি সংরক্ষণ সংগঠন হৃদয়ে একাত্তর। বুধবার সন্ধ্যা ৭টায় জেলার মধ্যে সবচেয়ে বেশী বড় গনহত্যার স্বাক্ষী শহরের শহীদ স্মরণি সড়কের পৌর খেয়াঘাট বধ্যভূমিতে তারা এ কর্মসূচি পালন করেন।
স্থানীয় শহীদসহ মুক্তিযুদ্ধে সারা দেশের শহীদ, বীরঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের প্রতি হৃদয় নিংরানো শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের লক্ষে শহীদ স্মরণি রোড বধ্যভূমিতে একর্মসূচী পালনের উদ্যোগ নেয়া হয়েছে বলে ঝালকাঠি বধ্যভূমি সংরক্ষণ সংগঠন হৃদয়ে একাত্তর এর নেতৃবৃন্দ ও সদস্যরা জানায়।
শিখা প্রজ্জ্বলন শেষ হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।ঝালকাঠি বধ্যভূমি সংরক্ষণ সংগঠন হৃদয়ে একাত্তরের সাংগঠনিক উপদেষ্টা পলাশ রায় অনুষ্ঠান সঞ্চালনায় বক্তব্য করেন, মুক্তিযোদ্ধার সন্তান কবিতা চক্রের সাধারণ সম্পাদক মু. আল আমিন বাকলাই, ঝালকাঠি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর,সাংবাদিক নজরুল ইসলাম,জহিরুল ইসলাম জলিল,রুহুল আমিন রুবেল, সাংস্কৃতিকজন সুভাষ বিশ্বাস প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা সারা দেশের বধ্যভূমি সংরক্ষণ ও শহীদের তালিকা তৈরির দাবী জানান। ঝালকাঠি শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেনীপেশার মানুষ এ শিখা প্রজ্জ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
তারাবির নামাজে দুই মুসল্লির হাতাহাতি, ঘুষিতে একজনের মৃত্যু
পটুয়াখালীর বাউফলে তারাবির নামাজ আদায়কে কেন্দ্র করে হাতাহাতির একপর্যায়ে একজনেরবিস্তারিত পড়ুন
গৃহবধূ সীমার লাশের দুই টুকরা উদ্ধার!
ঝালকাঠির রাজাপুর উপজেলায় সীমা নামে এক গৃহবধূর মরদেহের দুই টুকরাবিস্তারিত পড়ুন
ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণ, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে ..
ঝালকাঠিতে এক গৃহবধূকে ধর্ষনের আভিযোগে ঝালকাঠি থানায় মামলা দায়ের করাবিস্তারিত পড়ুন