‘এ কথা ঠিক, ভক্তরা আমাকে অনেক দিন কোনো ছবিতে দেখছেনা, তাই বলে কখনও দেখবেন না,

চলচ্চিত্রে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তবে ভালো গল্প ও চিত্রনাট্য পাচ্ছেন না তিনি। তার মতে, বর্তমানে চলচ্চিত্রে মানসম্পন্ন গল্পের সংকট রয়েছে। কাহিনীকারদের এ বিষয়ে আরো সচেতন হতে হবে। পূর্ণিমা জানান, মানসম্পন্ন চিত্রনাট্য পেলেই তিনি আবারো চলচ্চিত্রে ফিরবেন।
চলচ্চিত্র সংশ্লিষ্ঠ বিভিন্ন ক্ষেত্রে পূর্ণিমাকে দেখা গেলেও নতুন চলচ্চিত্রে একেবারেই দেখা যাচ্ছে। এর কারণ কী? পূর্ণিমা বলেন, ‘‘এ কথা ঠিক, ভক্তরা আমাকে অনেক দিন কোনো ছবিতে দেখছেনা। তাই বলে কখনও দেখবেন না, বিষয়টি এমন নয়। তা ছাড়া আমি এখন ঘোষণাও দেইনি, চলচ্চিত্রে আর অভিনয় করব না।’’
তিনি বলেন, ‘অপেক্ষায় আছি ভালো গল্প ও চরিত্রের। কারণ গৎবাঁধা ছবিতে আর অভিনয় করতে চাই না। ভালো গল্প ও চরিত্র পেলেই আবার ক্যামেরার সামনে দাঁড়াব। ভালো গল্প ও চরিত্রের জন্য যদি আরও কিছুদিন অপেক্ষা করতে হয়, তাতেও আপত্তি নেই।’’
বর্তমানে নাটক-বিজ্ঞাপনে সমানতালে কাজ করছেন পূর্ণিমা। এছাড়া আগামীতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে কার্য্যকারি সদস্য পদে নির্বাচনে লড়বেন তিনি।
চিত্রনায়িকা পূর্ণিমা অভিনীত শেষ ‘লোভে পাপ পাপে মৃত্যু’ শিরোনামের ছবিটি মুক্তি পায় ২০১২ সালে। তারপর থেকে রূপালী পরিসরে অনুপস্থিত দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন