এ কেমন নিষ্ঠুরতা, যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর মাথা ন্যাড়া করল স্বামী..
যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে মাথা ন্যাড়া করে দিয়েছেন স্বামী ও তার স্বজনরা। এই অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়।
এলাকাবাসী জানান, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের মো. রহিম বাদশার মেয়ে মাজেদা খাতুনকে পাঁচ বছর আগে প্রেম করে বিয়ে করেন ওই গ্রামের মো. আনসার আলীর ছেলে খোরশেদ আলম। মাজেদা এখন দুই ছেলের মা। বিয়ের পর থেকেই শুরু হয় মাজেদার ওপর অমানবিক নির্যাতন।
সম্প্রতি যৌতুকের জন্যে স্বামী, শাশুড়ি ও তার ননদরা ১০ হাজার টাকা বাপের বাড়ী থেকে আনার জন্যে চাপ দেয়। ইতিপূর্বে সংসার শান্তির জন্য মাজেদা বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা যৌতুক এনে দেন।
তারপরও স্ত্রী মাজেদাকে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি সবাই মিলে প্রায়ই মারধর ও নির্যাতন করে আসছে বলে অভিযোগ ওই গৃহবধূর। আবারও মাজেদাকে যৌতুকের টাকা আনতে বললে তিনি অস্বীকার করেন। এতে উপর নেমে আসে অমানবিক নির্যাতন।
এক পর্যায়ে ঘরের ভেতরে আটকে মারপিট করে স্বামী, শ্বাশুড়ি ও ননদরা মিলে মাজেদার মাথার চুল কেটে নেড়ে করে দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়।
মাজেদা বাবার বাড়িতে এসে ঘটনার বিস্তারিত পিতা-মাতা ও এলাকাবাসীকে জানান। এই ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য এলাকার প্রভাবশালী লোকেরা চেষ্টা চালায় এবং গ্রামের মাতব্বররা বিচার করে দেয়ার আশা দিয়ে কালক্ষেপণ করে আসছেন বলে অভিযোগ করেন মাজেদা। নির্যাতিতা মাজেদা এলাকায় কোনো বিচার না পেয়ে অবশেষে থানায় মামলা করতে বাধ্য হন।
রহিম বাদশা মেয়েকে সাথে নিয়ে সোমবার রাতে মাজেদার স্বামী খোরশেদ, শ্বশুর আনসার আলী, শাশুড়ি উম্মে কুলসুম, ননদ নাজমা ও নাছিমাকে আসামি করে ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ চারজনকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই মামলার আইও এস.আই সারোয়ার। তিনি জানান, আটকরা অভিযোগ অস্বীকার করেছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন