শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এ কেমন পুলিশ তল্লাশি!

মাদকদ্রব্য ইয়াবা রাখার অভিযোগে মামলা দেওয়ার হুমকি দিয়ে এক বাসযাত্রীর কাছ থেকে ৪৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বগুড়ার মোকামতলা পুলিশ চৌকিতে এ ঘটনা ঘটে। ওই চৌকির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ইসমাইল হোসেন (২৮) নামে মালয়েশিয়ার তথ্যপ্রযুক্তিবিষয়ক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার ডিপজল পরিবহনের একটি বাসে করে রংপুর থেকে তিনি ঢাকায় আসছিলেন। রাত একটায় মোকামতলায় তল্লাশিচৌকির সামনে পুলিশ বাসটি থামায়। এরপর পোশাকধারী একজন পুলিশ সদস্য আর সাদাপোশাকের আরেক ব্যক্তি বাসে উঠে যাত্রীদের তল্লাশি শুরু করেন। ইসমাইল হোসেনের ল্যাপটপের ব্যাগে ৪৩ হাজার ৫০০ টাকা ছিল।

ইসমাইল বলেন, ‘তল্লাশির জন্য বাসে ওঠা সাদাপোশাকধারী লোকটির বয়স আনুমানিক ৩৫। তিনি আমার ব্যাগ তল্লাশি করেন। তল্লাশি করার সময় আমার ব্যাগে পাসপোর্ট ও ল্যাপটপের পেছনে রাখা টাকার বান্ডিল দেখে তিনি আমাকে জিজ্ঞাসা করেন, কোন দেশে থাকেন? বলি, মালয়েশিয়া। তখন লোকটি আমার সফরসঙ্গী বন্ধুর শরীর তল্লাশি করে তাকে নিচে নামিয়ে নিয়ে যান। আমাকেও নামতে বলেন। আমি বললাম, আমি কেন নামব? এ কথা শুনে পোশাকধারী পুলিশটি আমাকে বলেন, ‘‘যা বলি তাই শোনেন, নইলে এমন কেসে ফাঁসায় দিব, জীবনে জামিন পাবেন না।”’

ইসমাইল জানান, তাঁকে নামিয়ে পুলিশ চৌকিতে নিয়ে যাওয়া হয়। সেখানে সাদাপোশাকের লোকটি তাঁকে বলেন, ‘আপনারা তো ইয়াবা ব্যবসা করেন। বড় স্যার আসার আগে ঝামেলা মিটায় ফেলেন। বিদেশে তো ভালোই টাকা কামান। টাকার জন্য জীবন নষ্ট করার দরকার নাই। এক লাখ টাকা দিয়ে চলে যান।’ এ সময় পুলিশ সদস্যটি পাশেই বসে ছিলেন।

টাকা ছিনিয়ে নেওয়ার পর ইসমাইল ও তাঁর বন্ধুকে ডিপজল পরিবহনের আরেকটি বাসে উঠিয়ে দেওয়া হয়।

আগের বাসের সুপারভাইজার আউয়াল বলেন, বৃহস্পতিবার রাতে মোকামতলা তল্লাশি চৌকির সামনে পুলিশ তাঁদের বাসটি থামিয়ে দুজন যাত্রীকে নামিয়ে নিয়ে যায়। কারণ জানতে চাইলে পুলিশ জানায়, যাত্রীদের কাছ থেকে অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছে। কী উদ্ধার করা হয়েছে জানতে চাইলে পুলিশ ধমক দিয়ে দ্রুত চলে যেতে বলে।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে মোকামতলায় ওই পুলিশ চৌকির দায়িত্বে ছিলেন পার্শ্ববর্তী শিবগঞ্জ থানার এএসআই আবদুল মমিন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি ডিপজল পরিবহনের কোনো বাসে উঠিনি। কে টাকা নিয়েছে বলতে পারছি না।’ ওই সময় চৌকিতে পুলিশের কে কে দায়িত্বে ছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশের চালক ছিল শাহ আলম। এ ছাড়া আউয়াল, মুকুল ও মশিউর নামে তিন কনস্টেবল ছিল দায়িত্বে।’ সাদা পোশাকের কেউ পুলিশের কাজে সহযোগিতা করছিল কি না, জিজ্ঞেস করলে এএসআই মমিন বলেন, আজহার আর বুলু নামে ট্রাক শ্রমিক ইউনিয়নের দুজন দালাল পুলিশের সঙ্গে ছিল। পুলিশ বাহিনীর সদস্য নয়, এমন ব্যক্তিরা কী করে পুলিশের তল্লাশিতে অংশ নেয়—এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওরা এমনি এমনি ওঠে।’

পুলিশের কেউ যাত্রীদের টাকা নিয়েছেন কি না, জানতে চাইলে এএসআই আবদুল মমিন বলেন, ‘পুলিশের কেউ টাকা নেয়নি। আজহারই নিয়েছে বলে শুনেছি।’

শ্রমিক ইউনিয়নের দালাল আজহারের মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি বলেন, ‘আমি টাকা নেইনি। আমি ট্রাক শ্রমিক ইউনিয়নে কাজ করি।’ ঘটনার সময় পুলিশের কে তাঁর সঙ্গে ছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মূর্খ মানুষ। নাম পড়তে পারি না।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে মোকামতলা পুলিশ চৌকির ইনচার্জ এসআই শামীম আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন নির্বাচনী দায়িত্বে একটা চরে আছি। কথা বলতে পারব না।’ শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আহসান হাবিব বলেন, ‘তিনি গাবতলীতে নির্বাচনী দায়িত্বে নিযুক্ত আছেন। প্রাথমিকভাবে পুলিশ সদস্যরা ঘটনা অস্বীকার করেছেন। নির্বাচন শেষ হলে চৌকির ইনচার্জসহ সবার সাথে কথা বলব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল