এ কেমন সভ্যতা এ কেমন শিক্ষা পদ্ধতি !! মিরপুর-১১ তে
আজ রাজধানী ঢাকা শহরের জনবহুল মিরপুর ১১ নং এলাকার নান্নু মার্কেট সংলগ্ন সানমুন স্কুল নামধারী একটি শিক্ষা প্রতিষ্ঠানের বেশুকিছু শিশুদের কোন এক অপরাধের জন্য ঐ প্রতিষ্ঠানের কতৃপক্ষ শারীরিক শাস্তি দিচ্ছিলেন।শাস্তি হিসেবে কোমলমতি শিশুদের হাটু ভেঙ্গে উপুর করে বসিয়ে দুই পাঁয়ের নীচ দিয়ে কান ধরাচ্ছেন।
এ কেমন সভ্যতা আর এ কেমন শিক্ষা পদ্ধতি ? কোমলমতি শিশুদের শিক্ষার উদ্দেশ্যে এভাবে শারিরীক শাস্তির বিধান কোথায় লেখা আছে ? কোন আইনের বদৌলতে এই প্রতিষ্ঠানটি শিশুদের এমন করে শাস্তি দিচ্ছিলেন ? এর কোন জবাব নেই! কারন আজ আমরা এমন একটি সমাজ ব্যবস্থায় বসবাস করছি যেখানে শিশুদের পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, শিশুর বুক ফাটা কান্না এক সেকেন্ডের জন্যও পাষন্ডের জীরনখেকো জীদকে থামাতে পারছেনা। যেখানে পেটের ভেতর গ্যাস ঢুকিয়ে বর্বরের মত হত্যা করে ফেলছে একটি শিশুকে। সেখানে কিইবা জবাব দিবে।
শিশুদের মানবাধিকার এবং সকল শিশুর অধিকার অর্জন ও সংরক্ষন বিষয়ক আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি শিশু অধিকার সনদ এর অনুচ্ছেদ-১৯: এ বলা হয়েছে- পিতামাতা, আইনানুগ অভিভাবক বা শিশু পরিচর্যায় নিয়োজিত অন্য কোন ব্যক্তির তত্ত্বাবধানে থাকা অবস্থায় শিশুকে আঘাত বা অত্যাচার, অবহেলা বা অমনোযোগী আচরণ, দুর্ব্যবহার বা শোষন এবং যৌন অত্যাচারসহ কোন রকমের শারীরিক ও মানসিক নির্যাতন করা যাবে না।
আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানটি যে আচরন করল তা শিশু অধিকার পরিপন্থী একদম একটি অন্যায় কাজ। একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে শিশুর ভবিষ্যত গড়ার কারখানা আর প্রতিষ্ঠানের শিক্ষকগণ হচ্ছেন কারিগর। শিশু যখন স্কুলে আসে তখন পরম আপনজন বাবা মা কাছে থাকেনা। সাধারন মানুষ প্রত্যাশা করে বাবা মায়ের অগোচোরে শিক্ষকগণ বড় ধরনের অভিভাবক। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে অনেক বেশী সহনশীল হতে হবে। শিশু বান্ধব আচরনের মধ্য দিয়ে শিশুদের শিক্ষা দিতে হবে।
তথ্য ও তথ্যচিত্রটি জনাব সুমন সায়েদ এর ফেইবুক থেকে নেয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন