এ কোন হৃদয় খান?
পূর্ণ অ্যালবামের পরিবর্তে অনেক সংগীতশিল্পীই এখন সিঙ্গেলস প্রকাশ করছেন। অ্যালবামের মাধ্যমে ৮ অথবা ১০টি গান না করে মিউজিক ভিডিও আকারে একটি গানের প্রচারণাই ভালোভাবে করছেন। তারই ধারাবাহিকতায় হৃদয় খানও এখন নিয়মিত হয়েছেন মিউজিক ভিডিওতে।
সর্বশেষ ১৬ই ডিসেম্বর উপলক্ষে একটি দেশের গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন তিনি। আর এবার একটি রোমান্টিক গানের মিউজিক ভিডিও নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন হৃদয়। গানটির নাম ‘তুমি আমার’। কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন হৃদয়। গানটি তৈরি করা হয়েছিল এস এ হক অলীক পরিচালিত ‘আরও ভালোবাসব তোমায়’ ছবির জন্য। এবার
চলচ্চিত্রের এ গানটিরই মিউজিক ভিডিও প্রকাশ করছেন তিনি। হৃদয়ের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল তাসনুভা এলভিন। এটি পরিচালনা করেছেন হৃদয় ও তৌহিদুর রহমান। কক্সবাজারের হিমছড়ি আর ইনানি বিচে হৃদয় খান ও পড়শীর গাওয়া এ গানের ভিডিওর শুটিং হয়েছে।
এ ভিডিওতে অন্য এক রোমান্টিক হৃদয় খানকে আবিষ্কার করতে পারবেন দর্শক। এ বিষয়ে হৃদয় বলেন, চলচ্চিত্রে গানটি গিয়েছিল।
পর্দায় গানটি ছিল নায়ক-নায়িকার ঠোঁটে। কিন্তু এরপর অনেকেই এ গানের সঙ্গে আমাকে দেখতে চেয়েছেন। আমার সেই ভক্ত আর শ্রোতাদের দাবি মেটাতে চলচ্চিত্রে ব্যবহার করা গানটি নিয়ে মিউজিক ভিডিও তৈরি করছি। এখানে অন্য এক হৃদয় খানকে আবিষ্কার করতে পারবেন সবাই।
উল্লেখ্য, ‘তুমি আমার’ গানের মিউজিক ভিডিও পয়লা বৈশাখে বিভিন্ন টিভি চ্যানেলে আর ইউটিউবে প্রকাশ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন