সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এ ধরনের ঘটনার মুখোমুখি আমি কখনো হইনি : শম্পা রেজা

গত শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলকে। প্রথম রানার আপ নির্বাচিত হন জেসিকা ইসলাম, দ্বিতীয় রানার আপ জান্নাতুল সুমাইয়া হিমি। অভিযোগ উঠেছে বিচারকমণ্ডলীর রায় অমান্য করে এভ্রিলের মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেয়া হয়েছে। এ নিয়ে চলছে বিতর্ক।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন জুয়েল আইচ, শম্পা রেজা, বিবি রাসেল, চঞ্চল মাহমুদ, রুবাবা দৌলা ও সোনিয়া বশির কবির। বিচারকদের কেউ কেউ বলছেন, আয়োজকরা তাদের মূল্যায়ন উপেক্ষা করেছেন।

এ প্রসঙ্গে কথা হয় শম্পা রেজার সঙ্গে। তিনি বলেন, ‘বিচারক হিসেবে আমি আমার কাজটি করেছি। এখন সেই কাজ যদি উপেক্ষা করা হয় তখন আমার আর কিছু করার থাকে না। সততার সঙ্গে আমি যে কোনো কাজ করে থাকি। তাই কখনো আমার কাজ এভাবে উপেক্ষিত হয়নি। আমি আমার জায়গা থেকে কথাগুলো বলছি। আবার এমনও হতে পারে, আমার সঙ্গে অন্য বিচারকদের মিল হয়নি।’

তিনি আরো বলেন, ‘তবে এতটুকু বলতে পারি, আমার বিচারের প্রতিফলন ঘটেনি। তাড়াহুড়ো করে ফলাফল ঘোষণা করা হলো। আমি তখন বিচারিক কার্যক্রম লিখছিলাম। প্রথমে ভুলভাবে ফল ঘোষণা করা হলো। পরে নতুন করে পুনরায় ফল ঘোষণা করা হয়। তখন আমরা একেবারে ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না ওখানে কী হচ্ছিল! এমনকি আমি কথা বলার সুযোগও পাইনি। বিষয়টি নিয়ে আমাদের কাছে কেউ আসেওনি। কেউ কিছু বলেওনি। এরপর আমরা (বিচারক) চলে আসি।’

‘আমি জানি না এটা কীভাবে সমাধান করা হবে। আমি চাই, সুষ্ঠুভাবে এর সমাধান হোক। অসুস্থতা ভালো লাগে না। এ ধরনের ঘটনার মুখোমুখি আমি কখনো হইনি। এজন্য আমার আর বলার বিশেষ কিছু নেই।’ বলেন শম্পা রেজা।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করেছে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট। বাংলাদেশে এবারই প্রথম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে এ প্রতিষ্ঠান দুটি। এ বিষয়ে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন