এ বছরেই আসছে মমতাজের নতুন দুই অ্যালবাম

বাংলা লোকগানের জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ। ভিন্ন ধারার গান পরিবেশনের কারণে মিউজিক কুইন বা সুর সম্রাজ্ঞী নামেও তিনি পরিচিত। দুই দশকের বেশি পেশাদারী সংগীত জীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে। তবে নতুন বছরে এবার দুটি অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর মধ্যে , একটি আধুনিক গানের, অন্যটি জনপ্রিয় গানের ভিডিও অ্যালবাম।
ইতিমধ্যে রাজেশ ঘোষের সুর ও সংগীতে তিনি আধুনিক গানের অ্যালবামের কাজ শুরু করেছেন। অন্যদিকে তার কণ্ঠের জনপ্রিয় কিছু পুরনো গানের একটি ভিডিও অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। এর কিছু গানের মিউজিক ভিডিও আগেরই করা ছিল। এখন নতুনভাবে পুরনো কয়েকটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করবেন। আর এ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছেন। তবে তিনি একটি পূর্ণাঙ্গ ভিডিও অ্যালবাম প্রকাশ করবেন।
এ বিষয়ে মমতাজের ভাষ্য, আমি অনেক দিন আগেই একটি পূর্নাঙ্গ ভিডিও অ্যালবাম প্রকাশের ইচ্ছা পোষণ করেছিলাম। এরমধ্যে কিছু গানের মিউজিক ভিডিও করাও ছিল। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে নতুন গানের মিউজিক ভিডিওর কাজে আর হাত দিতে পারিনি। আশা করছি এ কাজটি ভালো লাগবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন