এ বছর ম্যারাডোনার আবার বিয়ে?
সাবেক স্ত্রী ক্লদিয়া ভিল্লাফেনের সঙ্গে এখন ভীষণ তিক্ত সম্পর্ক ডিয়েগো ম্যারাডোনার। ৯০ লাখ ডলার চুরির অভিযোগে ভিল্লাফেনকে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন আর্জেন্টিনার ফুটবল-কিংবদন্তি। সাবেক স্ত্রীর সঙ্গে ঝামেলা এখনো মেটেনি। এরই মধ্যে ম্যারাডোনার বর্তমান প্রেমিকা রোসিও ওলিভা জানিয়েছেন আরেকটি খবর। এ বছরই নাকি বিয়ে হতে পারে তাঁদের!
দুবাইয়ে ম্যারাডোনার সঙ্গে কয়েক দিন কাটিয়ে মঙ্গলবার আর্জেন্টিনায় ফিরেছেন ওলিভা। বিমানবন্দরে সাংবাদিকদের বিয়ের কথা জানিয়ে তিনি বলেন, ‘বিয়েটা এ বছরই হবে। অবশ্য যদি আমরা তা করতে পারি!’ একটি পত্রিকা আগে-ভাগেই বিয়ের তারিখ ১৩ ডিসেম্বর ঘোষণা করলেও ওলিভা তা উড়িয়ে দিয়েছেন, ‘না, তারিখটা ১৩ ডিসেম্বর নয়।’
বিমানবন্দরে একজন সাংবাদিক দুজনের সম্পর্কের টানাপড়েনের প্রসঙ্গও টেনেছিলেন। ওলিভা অবশ্য গুঞ্জনটা উড়িয়ে দিয়েছেন একেবারে, ‘সবকিছুই ঠিকঠাক চলছে। আমরা তো সবসময় নানারকম কথা ছড়াই।’
আরেকটা গুঞ্জনও শোনা যাচ্ছে। ম্যারাডোনা আর ওলিভার বিয়ে হবে ভ্যাটিকান সিটিতে এবং এই বিয়েতে আশীর্বাদ করবেন স্বয়ং পোপ ফ্রান্সিস। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে জন্ম নেওয়া পোপ ফ্রান্সিস ফুটবল-ভক্ত বলেই হয়তো এই গুঞ্জন।
তবে যেদিনই হোক আর যিনিই আশীর্বাদ করুন, ৫৪ বছর বয়সী ম্যারাডোনা ও ২৫ বছর বয়সী ওলিভার বিয়ে যে আলোচনার ঝড় তুলবে, তাতে কোনো সন্দেহ নেই!
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন