এ মাসেই কালবৈশাখীর আশঙ্কা

চলতি মাসের শেষ নাগাদ দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলের উপর দিয়ে ১ বা ২ দিন প্রচন্ড কালবৈশাখী ঝড় ছাড়াও মৃদু তাপ প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের বিশ্লেষন বলছে, গেল শীত ছিলো কয়েক বছরের মধ্যে ব্যতিক্রম। নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে স্বাভাবিক শীতের দেখা মেলেনি। বরং শীত প্রবন এই তিন মাসে তাপমাত্রা ছিলো স্বাভাবিকের চেয়ে বেশি।
অবশ্য শীতের শেষ প্রকোপ ছিলো ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রংপুর ও শ্রীমঙ্গলে। সে সময় ওই দুই জেলার ওপর দিয়ে হালকা শৈত্য প্রবাহের মধ্য দিয়েই মুলত বিদায় নেয় শীতকাল। তবে ফ্রেব্রুয়ারি মাসে ব্যতিক্রম হিসেবে গড়ে ৮২ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে সারাদেশেই।
আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রার দিক থেকেও ফেব্রুয়ারি মাসটি ছিলো ব্যতিক্রম। এ মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা এক দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি বেশি ছিলো।
তারা আরও বলছেন, চলতি মাসে স্বাভাবিক বৃষ্টি হবে। পাশাপাশি এ মাসেই দেশের অন্যান্য স্থানেও ৩ থেকে ৪ দিন হালকা থেকে মাঝারি মাত্রায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন