এ রায়ের মাধ্যমে সরকারের দূরভিসন্ধি নস্যাৎ হলো: মওদুদ

বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিল সর্বসম্মতিক্রমে খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সুপ্রিম কোর্টের এ রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, এ রায়ের মাধ্যমে আদালতের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রইলো। সরকারের দূরভিসন্ধি নস্যাৎ হলো। বিচার বিভাগের প্রতি মানুষের ভরসার জায়গা অটুট থাকলো।
এরআগে সকালে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিল সর্বসম্মতিক্রমে খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের মওদুদ আহমেদ বলেন, ‘বিচার বিভাগকে এই সংশোধনীর মাধ্যমে করায়ত্ত করতে চেয়েছিল সরকার। এই রায়ের ফলে এটি আর সম্ভব হবে না। বিচার বিভাগের উপর আঘাত হানার জন্যই ষোড়শ সংশোধনী এনেছিল সরকার।’
সাবেক আইনমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের সাধারণ মানুষ ও সকল আইনজীবীরা এই রায়ের ফলে খুশি। কারণ, সবাই চায় আইনের শাসন। সবাই চায় বিচার বিভাগের স্বাধীনতা।’
এই রায় ঘোষণার ফলে আইনের শাসনের কাছে কি সরকারের দূরভিসন্ধির পরাজয় হলো- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মওদুদ বলেন, ‘অবশ্যই, এই রায়ের ফলে সরকার বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার যে কূটকৌশল চালাচ্ছিল তা থেকে মুক্ত হলো গোটা বিচার ব্যবস্থা। এই রায় দেশের জনগণের পক্ষের রায়। সব পর্যায়ের আইনজীবীদের পক্ষের রায়।
আরআই’
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন