এ সময়ের আলোচিত ও সমালোচিত পরী কি বলিউডের সিনেমায় অভিনয় করছেন ?
ঢাকাই ছবির এসময়ের আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমণি। গত সোমবার সন্ধ্যায় ভারতীয় পরিচালক মুকেশ ভাটের সঙ্গে পরীমণির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আর ঠিক এর পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে এ নিয়ে চলছে জোর আলোচনা চলছে, সবাই বলছেন বলিউডের সিনেমায় অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এ চিত্রনায়িকা।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি এ নায়িকা। তিনি বলেন,‘ বলিউডের কোন ছবিতে অভিনয়ের বিষয়ে কোন ধরনের আলোচনা হয়নি’। গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রণালয়ের আমন্ত্রণে ঢাকায় এসেছেন বলিউডেরনির্মাতা-প্রযোজক মুকেশ ভাট ও রমেশ সিপ্পি।
আর তাদের এ আগমন উপলক্ষে ঢাকা ক্লাবে মন্ত্রণালয় এক ঘরোয়া আড্ডার আয়োজন করে। এ বিষয়ে পরীমণির ভাষ্য, ‘আমি এ অনুষ্ঠানে গিয়েছিলাম তথ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণেই। এসময় বাংলাদেশের অনেক তারকারা সেখানে উপস্থিত ছিলেন। তবে বলিউডের সিনেমায় অভিনয় করার ব্যপারে কোনো ধরনের আলোচনা আমার সঙ্গে হয়নি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













