ঐতিহাসিক জয়ের পর সাকিব ও মুশফিককে প্রধানমন্ত্রীর ফোন

শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে আনার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক এই টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। আর এমন জয়ে নিজেরদের নাম ইতিহাসের পাতায় লেখালেন মুশফিক বাহিনী।
ঐতিহাসিক এ জয়ের পরপরই প্রধানমন্ত্রী দলের সবাইকে অভিনন্দন জানান বলে তারে প্রেস সচিব ইহসানুল করিম জানান। তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং ম্যান অব দ্যা সিরিজ সাকিব আল হাসানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী।
“তিনি দলের সদস্যদের জন্য দোয়া করে বলেছেন, তোমরা ইতিহাস সৃষ্টি করেছ, তোমাদের প্রানঢালা অভিনন্দন জানাচ্ছি।” ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী টোলিফোনে কথা শেষ করেন ‘জয় বাংলা’ বলে। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম এই জয়ের মধ্য দিয়ে দেশের বাইরে চতুর্থ জয়েরর দেখা পেল বাংলাদেশ। কলম্বোর পি সারা ওভালে এটাই বাংলাদেশের সেরা টেস্ট জয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন