ঐতিহাসিক মাইলফলকের সামনে কোহলিরা

ঐতিহাসিক মাইলফলকের সামনে কোহলিরাটেস্ট ক্রিকেটে ঐতিহাসিক এক মাইলফলকের সামনে দাড়িয়ে ভারতীয় ক্রিকেট দল। ২২ সেপ্টেম্বর নাগপুরে বিরাট কোহলির নেতৃত্বে নিজেদের ৫০০তম টেষ্ট ম্যাচ খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
সোমবার গ্রীনপার্ক স্টেডিয়ামে তারই প্রস্তুতিতে ভারতীয় দল। ওয়েষ্ট ইন্ডিজ সফরে তরুণ ক্রিকেটারদের নিয়ে অভাবনীয় সাফল্যের পর আত্মবিশ্বাসী কোহলিরা। কিউইদের বিরুদ্ধে এই টেষ্ট সিরিজ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে। কারণ টেষ্ট রাঙ্কিং-এ শীর্ষে পৌছতে গেলে এই সিরিজ জিততেই হবে ভারতকে। এই মূহুর্ত্বে পাকিস্তানের থেকে এক পয়েন্টে পিছিয়ে ১১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত।
অন্যদিকে সিরিজ শুরুর আগে কিছুটা ব্যাকফুটে নিউজিল্যান্ড। দলের নির্ভরযোগ্য ক্রিকেটার টিম সাউদি চোটের জন্য দলের বাইরে। এছাড়া ওই চোটের জন্যই প্রথম টেস্ট থেকে ইতিমধ্যে ছিটকে পড়েছেন জিমি নিসামও। ফলে মানসিক ও দলগত শক্তিমত্তার দিক থেকে কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে কেন উইলিয়ামস বাহিনী।
এদিকে সামনের কয়েকমাস নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং বাংলাদেশ মিলিয়ে ঘরের মাঠে মোট ১৩টি টেষ্ট ম্যাচ খেলবে বিরাট কোহলিরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন