ঐশ্বরিয়ার জন্য আরও বড় পরিকল্পনা

পদ্মাবতীতে নাকি একটি স্পেশাল ডান্স থাকবে ঐশ্বরিয়া রাই বচ্চনের। দিন দুই আগে এমন খবর সামনে এসেছিল।
কিন্তু এখন শোনা যাচ্ছে পদ্মাবতী নয়। ঐশ্বরিয়ার জন্য আরও বড় কিছু ভেবে রেখেছেন বনশালি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, বচ্চনদের দিওয়ালি পার্টিতে দেখা হয়েছিল ঐশ্বরিয়া ও বনশালির। সেখানে তাঁদের মধ্যে পদ্মাবতী নিয়ে কোনও কথা হয়নি। পদ্মাবতী ছবিটি তিনটি চরিত্র নিয়ে তৈরি। রানি পদ্মাবতী, রাজা রাওয়াল রতন সিং ও আলাউদ্দিন খিলজি। এছাড়া আছেন আলাউদ্দিনের বেগম। আর কোনও মহিলা চরিত্র ছবিতে নেই।
প্রথমে নাকি পদ্মাবতী চরিত্রের জন্য ঐশ্বরিয়া রাইকেই মনোনীত করা হয়েছিল। কিন্তু খিলজির চরিত্রে যখন রণবীর সিং এলেন, সম্পূর্ণ কাস্ট পালটে গেল। এখন শোনা যাচ্ছে, কাশ্মীরের একটি প্রেমকাহিনিকে পর্দায় আনতে চলেছেন বনশালি। সেখানেই অভিনয় করপবেন ঐশ্বরিয়া। তবে চূড়ান্ত খবর এখনও পাওয়া যায়নি।
দিন দুই আগে শোনা যায়, বনশালি নাকি তাঁর চিত্রনট্যে ঐশ্বরিয়ার জন্য একটি বিশেষ চরিত্র রেখেছেন। এনিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে কথা হয়েছে বনশালির। তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছাও নাকি প্রকাশ করেছেন অভিনেত্রী। শোনা গেছে ঐশ্বরিয়াকে একটি গানের সিকোয়েন্সে দেখা যাবে। ১৫ থেকে ২০ দিনের শিডিউলে গানটির শুটিং হবে। এর মধ্যেই হবে রিহার্সালও। তবে শুধু নাচ নয়। ছবিতে ঐশ্বরিয়ার কিছু সংলাপও থাকছে।
পদ্মাবতী ছবিটি মেবারের রানি পদ্মাবতীকে নিয়ে তৈরি। আলাউদ্দিন খিলজি যখন মেবার আক্রমণ করেন, রাজ্যের মহিলাদের তাঁর হারেমে নিয়ে যেতে চেয়েছিলেন। সেসময় রানি পদ্মাবতী প্রথম জহরব্রত পালন করেন। এই নিয়েই গল্প। ছবিতে পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। মেবারের রানা রতন সিংয়ের চরিত্রে অভিনয় করছেন শাহিদ কাপুর। আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তাঁর স্ত্রী কমলা দেবীর চরিত্রে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন