ঐশ্বরিয়ায় সালমানের আপত্তি!

আগামী মাসে বলিউডে আসছে ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। করণ জোহর পরিচালিত ছবিতে এই নায়িকা ছাড়াও আরও রয়েছেন রণবীর কাপুর, আনুশকা শর্মা ও ফাওয়াদ খান। জোরেশোরে চলছে ছবিটির প্রচারণা। এরই মাঝে বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে সালমান খানের বিগ বস অনুষ্ঠানে ছবির প্রচারণায় হাজির হবেন অ্যাশ। আর তাতেই নাকি আপত্তি তুলেছেন নায়িকার প্রাক্তন প্রেমিক সালমান।
আগামী ২৮ অক্টোবর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেতে চলেছে। আর আগামী ১৬ অক্টোবর ‘বিগ বস-১০’ এর প্রিমিয়ার। প্রচারের জন্য ‘বিগ বস’-এর মঞ্চে এই ছবির অভিনেতা-অভিনেত্রীদের যাওয়ার কথা। কারণ করণ জোহর এই মঞ্চে তার ছবির প্রচার করবেন না, তা হতে পারে না। সেখানে ঐশ্বরিয়াও হাজির থাকতে পারেন বলে খবর। কিন্তু সালমান চান না তার শোতে করণের আসন্ন ছবির প্রচারণা হোক। এর কারণ তার সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া।
এছাড়াও রণবীরের সঙ্গেও সালমানের সম্পর্ক ভালো নয়। এর কারণ নায়কের আরেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। বিগ বসের মঞ্চে রণবীর ও ঐশ্বরিয়া এলে স্বাভাবিকভাবেই বিব্রতবোধ করবেন তারকা থেকে শুরু করে তাদের ভক্তরা। তাই ছবিটির প্রচারণা করতে আপত্তি তুলেছেন সালমান।
উল্লেখ্য, এর আগে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর ট্রেলার দেখে সালমান জানিয়েছিলেন, ঐশ্বরিয়াকে এই ছবিতে দারুণ সুন্দরী দেখাচ্ছে। তার এই মন্তব্যটি শোনার পর বচ্চন পরিবারের বধুর কোন মন্তব্য পাওয়া যায় নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন