ওঁলাদের সঙ্গে মধ্যাহ্নভোজে আমন্ত্রিত ঐশ্বরিয়া

ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হয়েছে বচ্চন-বধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ঐশ্বরিয়াকে আমন্ত্রণ জানিয়ে এই বিশেষ সম্মান জানিয়েছেন ভারতের ফরাসি রাষ্ট্রদূত।
শুধু বলিউডের অভিনেত্রী হিসেবেই নন, ঐশ্বরিয়া গোটা বিশ্বজুড়েই পরিচিত মুখ। প্রথমত বিশ্বসুন্দরীর আসরে মিস ওয়ার্ল্ডের শিরোপা জেতা, এরপর ১৯ বছরের ক্যারিয়ারে বলিউডের পাশাপাশি চুটিয়ে হলিউডে অভিনয়।
২৬ জানুয়ারির কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ গ্রহণ করে ইতোমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের মধ্যাহ্নভোজে তাঁর সঙ্গে টেবিল শেয়ার করতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সূত্র বলছে, ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রাঙ্কোইস রিচিয়ার নিজে ওঁলাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করতে ঐশ্বর্যকে আমন্ত্রণ জানিয়েছেন।
সর্বজিৎ সিংয়ের জীবনী নিয়ে আপকামিং ফিল্মের সুটিংয়ে ব্যস্ত বচ্চন-বধূ আমন্ত্রণ গ্রহণ করেছেন। মধ্যাহ্নভোজে যোগ দিতে ঐশ্বরিয়াকে সুটিংয়ে কাটছাঁট করতে হচ্ছে।
জানা গিয়েছে, সুটিং বন্ধ রেখে ২৫ জানুয়ারি রাতে তিনি দিল্লি উড়ে যাবেন।
এই মধ্যাহ্নভোজের আয়োজক ফরাসি রাষ্ট্রদূত, যেখানে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ মন্ত্রী-আমলারা। সম্মানীয় এই অনুষ্ঠানে বলিউডের একমাত্র ঐশ্বরিয়াকেই আমন্ত্রণ জানানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন