ওকে না মারতে অনুরোধ করেছিলাম: মাশরাফি
মেহেদি নামের যে ভক্ত মাঠে ঢুকে পড়েন তাকে না মারতে পুলিশের কাছে অনুরোধ করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি। আফগানিস্তান তখন পরাজয়ের ক্ষণ গুনছিল। ম্যাচের বয়স ২৮তম ওভারে। হঠাৎ ওই যুবক দৌড়ে মাঠে ঢোকেন। তার পেছন পেছন পুলিশও ছুটে আসে।
‘প্রথমে আমি খেয়াল করিনি। যখন দেখি ৪/৫জন লোক দৌড়ে আসছে। আমি কিছুটা হতভম্ব হই।’ জানিয়ে মাশরাফি বলেন, ‘ও এসেই বলল আমি আপনার ভক্ত।’ দর্শকের মাঠে ঢোকার এই বিষয়টি নিয়ে বিপাকে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ড দল এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে। নিশ্চয়ই টিভিতে তারা এসব দেখেছেও। তারা এখন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিতে পারে। তবে মাশরাফি মনে করেন এটা এমন কোনো বড় ঘটনা নয়, ‘এমন ঘটনা সারা বিশ্বে হরহামেশা ঘটে। তেমন বড় কিছু নয়। তবে পুলিশের খেয়াল রাখা উচিত ছিল। এমন ঘটনা আর না ঘটাই ভালো।’ মন্তব্য মাশরাফির।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন