ওবায়দুল কাদের: হাওরে নতুন ফসল না ওঠা পর্যন্ত সাহায্য দেবে সরকার
নতুন ফসল ঘরে না ওঠা পর্যন্ত হাওরের দুর্গত মানুষকে সরকার সাহায্য দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হাকালুকি হাওরের কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানান সেতুমন্ত্রী।
হাওরের কৃষকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের অসহায় ভাববেন না। যত দিন না পুনর্বাসন হচ্ছে, যত দিন না নতুন ফসল ঘরে উঠবে, তত দিন পর্যন্ত সরকারের সাহায্য অব্যাহত থাকবে। শেখ হাসিনার সরকার দুর্গত মানুষের পাশে রয়েছে।’
প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে মন্ত্রী বলেন, ‘মন্ত্রী এসে কিছু ত্রাণ বিতরণ করে চলে গেলেন। এরপর তা থেমে গেল। এ রকম যেন না হয়।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘শুনেছি, হাকালুকি হাওরের ৩৬ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ছয়শ’ জনের জন্য ত্রাণ পাওয়া গেছে। বরাদ্দ বাড়ানোর ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলবো।’
হাওরের বোরো ফসল রক্ষায় সরকারি কোনও উদ্যোগ নেই—এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ফসল রক্ষায় সরকার করণীয় সব করবে। তার জন্য ধৈর্য ধরতে হবে। আগে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে।’
মৌলভীবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১ আসনের সংসদ মো. শাহাব উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ এম জাকির হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, বড়লেখা উপজেলার ইউএনও এসএম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সায়েন্সল্যাব এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজের
ঢাকার সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
ড. ইউনূস: আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে, এটি ত্রুটিপূর্ণ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা।বিস্তারিত পড়ুন
আইসিটি অধ্যাদেশ অনুমোদন, ধারণ করা যাবে বিচার প্রক্রিয়ার অডিও-ভিডিও
‘‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’’ এর খসড়া চূড়ান্ত অনুমোদনবিস্তারিত পড়ুন