ওমরাহ পালন করতে ৮ জুলাই সৌদি যাচ্ছেন খালেদা জিয়া
ওমরাহ পালন করতে আগামী ৮ জুলাই সৌদি আরব যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও সেসময় ওমরাহ পালন করতে সৌদি যাবেন বলে সূত্র জানায়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়ার রওনা হওয়ার কথা রয়েছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সৌদি আরবে খালেদা জিয়া ও তারেক রহমানের মধ্যে দলের কৌশল, সম্মেলনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া কোনো মামলায় খালেদা জিয়ার সাজা হলে বিএনপির হাল কে ধরবেন তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে। সেক্ষেত্রে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান করা হতে পারে।
মক্কায় ১১, ১২ ও ১৩ জুলাই অবস্থান করে ওমরা পালন করবেন তিনি, ১৩ জুলাই মক্কা মোকাররমায় পবিত্র লাইলাতুল কদরের নামাজ ও ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবেন।
জানা গেছে, পবিত্র ওমরা পালন শেষে আগামী ১৪ জুলাই খালেদা জিয়া বাংলাদেশের উদ্দেশে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের উদ্দেশে সৌদি আরব ছাড়বেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন