ওমানকে কোনঠাসা করে ফেলেছে টাইগাররা

ওমানকে ওমানের জায়গায় নিয়ে এসেছে টাইগাররা্। ১৫ রান তুললেই তাদের ২ উইকেট পড়ে গেছে। তাসকিন আহমেদের পর আল আমিন হোসেন নিয়েছেন আরেক উইকেট। ফলে রানের পাহাড়ের মোকাবিলায় বেশ কোণঠাসা হয়ে পড়েছে তারা।
প্রথম ওভারেই ওমানের ব্যাটিং লাইনকে নাড়িয়ে দিলেন তাসকিন আহমেদ। ১৮১
রানের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রথম ওভারের দ্বিতীয় বলেই জিহান মাকসুদকে ফিরিয়ে দেন তাসকিন। ফলে তাদের স্কোর দাড়ায় ১ উইকেটে ১ রান।
এর আগে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান করেছে ২ উইকেটে তারা। তামিম ১০৩ এবং সাকিব আল হাসান ১৭ রানে ক্রিজে থাকেন।
তামিম ইকবাল আরেকটি তাণ্ডব চালিয়ে এই স্কোর গড়তে সহায়তা করেন। তিনি ৬৩ বলে ১০টি চার আর ৫টি ছক্কা দিয়ে এই স্কোর গড়েন। আর সাব্বির রহমান করেন ৪৪ রান।
অনেক দিন পর সাকিব ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তিনি ৯ বলে ১৭ রান করেন। আর ওপেনার সৌম্য সরকার ১২ রান করে আউট হয়েছিলেন।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। এ ম্যাচের বিজয়ী দল সুপার টেনে খেলবে। আর যদি বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয় তবে রান রেটে এগিয়ে থাকার সুবাদে সুপার টেনে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সৌম্য সরকার, তামিম ইকবাল, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, আবু হায়দার, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন।
ওমান একাদশ : সুলতান আহমেদ (অধিনায়ক), জিশান মাকুসদ, খাওয়ার আলি, জাতিন্দার সিং, আদনান ইলিয়াস, আমির কালিম, মেহরান খান, আমির আলি, অজয় লালচেতা, মুনিস আনসারি ও বিলাল খান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন