‘ওর মধ্যে অনেক বড় খেলোয়াড় হওয়ার সম্ভাবনা আছে’
ঘরোয়া ক্রিকেটে তিনি রীতিমতো তারকা। এক মৌসুমে তিনটি ডাবল সেঞ্চুরি করার রেকর্ড আছে তার। বাংলাদেশ জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য দাবীদারই ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এই বছরের শুরুতে টি-টোয়েন্টি দিয়ে সুযোগ হয়েছে লাল-সবুজ জার্সি গায়ে তোলার।
গত মাসে হয়ে গেছে ওয়ানডে অভিষেকও। বড় ইনিংস খেলতে না পারলেও ইংল্যান্ডের বিপক্ষে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন তরুণ এই ডানহাতি ব্যাটসম্যান। এবারের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছেন মোসাদ্দেক। মিডল অর্ডারে ব্যাট করে ইতোমধ্যে খেলে ফেলেছেন চারটি দারুণ ইনিংস। তরুণ এই ক্রিকেটারকে খুব কাছ থেকেই দেখছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।
ইতোমধ্যে তিনি বুঝে ফেলেছেন অনুজের সামর্থ্য। তাই তো মোসাদ্দেকের মাঝে অপার সম্ভাবনা দেখতে পাচ্ছেন সাকিব। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারানোর পর মোসাদ্দেককে নিয়ে সাকিব বলেন, ‘আমি আসলে ওকে দেখেছি আবাহনী থেকে। ওর মধ্যে অনেক বড় খেলোয়াড় হওয়ার সম্ভাবনা আছে। ভালো একটা ফিনিশার হতে পারে বলে আমি মনে করি।’
সবকিছু ঠিক থাকলে মোসাদ্দেকের কাছ থেকে বাংলাদেশের ক্রিকেট অনেক কিছুই পাবে বলে মনে করেন সাকিব। ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক বলেন, ‘ওকে দেখতে অতো বেশি বিগ হিটার মনে না হলেও ও অনেক বড় শটস খেলতে পারে। আমাদের দেশের অনেক ব্যাটসম্যানই এটা পারে না। এছাড়া ওর শটের অপশন অনেক বেশি। একটা ভালো ব্রেনও আছে ওর। সবকিছু যদি ঠিকঠাক থাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য ও অনেক কিছু করতে পারবে।’
এদিকে, বিপিএল’র অন্যান্য আসরের চেয়ে এবার অনুজ্জ্বল সাকিবকে দেখা যাচ্ছে। ব্যাটে-বলে সেই আগুনে সাকিবের দেখা নেই। সাকিব বলছেন, লক্ষ্য এবার ভিন্ন। ব্যক্তিগত নয়, দল ফাইনালে উঠলেই তার লক্ষ্য পূরণ হয়ে যাবে। কারণ এবার তার ব্যক্তিগত কোনো লক্ষ্যই নেই। দলের পারফরম্যান্সটাই বড় অধিনায়ক সাকিবের কাছে।
টার্গেটের কথা জানতে চাইলে সাকিব বলেন, ‘আসলে টার্গেট একেক সময় একেক রকম থাকে। এ বছর একটাই টার্গেট ফাইনাল পর্যন্ত যাওয়া। সেটা যেভাবেই হোক। আমি কট্রিবিউট করি, না করি আমার কাছে এটা গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো দল কেমন পারফর্ম করে? সবকিছু ঠিকঠাক রেখে ফাইনালে যেতে পারলে ভালো লাগবে। এটাই মূল টার্গেট বিপিএলে আমার।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন